গোর্খা ছাত্রকে হেনস্থা, পুলিশকে ব্যবস্থা নিতে বললেন অনিত  থাপা 

হেনস্থার ঘটনায় ক্ষুব্ধ জিটিএ প্রধান 

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ০৫/০৮/২০২৫ :  শিলিগুড়িতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে এক নেপালি ছাত্রকে কুমন্তব্য করে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। 

জিটিএ প্রধান অনিত থাপা  জানিয়েছেন, তাঁর কাছে এই ব্যাপারে একটি অভিযোগ এসে পৌঁছেছে। শিলিগুড়ির হাকিমপাড়া এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি গোর্খা ছাত্রকে হেনস্থা করা হয়েছে এবং তাকে জাতিগতভাবে ঘৃণামূলক মন্তব্য করা হয়েছে।  এই ধরনের ঘটনার ফলে পাহাড়ের ছাত্রছাত্রীরা সমতলে পড়াশুনা করতে ভয় পেতে পারে। 

অনিতথাপা  শিলিগুড়ির পুলিশ কমিশনারকে চিঠি লিখে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করতে অনুরোধ জানিয়েছেন।  গোটা ঘটনার তদন্ত করে অভিযুক্তদের আইনগত শাস্তিপ্রদানের কথাও তিনি লিখেছেন নগরপালকে। সেই সঙ্গে তিনি অনুরোধ করেছেন আলিপুর দুয়ারের নির্যাতিত গোর্খা ছাত্রটিকে যেন সুরক্ষা ও নিরাপত্তা প্রদান করা যায়। এই ব্যাপারে অনিত  থাপা বলেছেন “এই ধরনের ঘটনা অনভিপ্রেত।”


Loading

Leave a Comment