গড়বেতার রেল লাইনে বিস্ফোরণ কি ফের মাওবাদের উত্থান ! প্রশ্ন জঙ্গলমহলে 

গতকাল ছিল মাওবাদীদের শহীদ সপ্তাহের শেষ দিন 


আজ খবর (বাংলা), [রাজ্য], গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, ০৪/০৮/২০২৫ : 
 গড়বেতায় রেললাইনে বিস্ফোরণ হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। কেন এই বিস্ফোরণ, করা করল এই বিস্ফোরণ সেসব কিছুই এখনও  পর্যন্ত জানা যায় নি. এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করে নি. 

গতকাল ভুবনেশ্বর- দিল্লী রাজধানী এক্সপ্রেস গড়বেতা স্টেশন পার হওয়ার কয়েক মিনিটের মধ্যেই গড়বেতা স্টেশন থেকে ঠিক তিন কিলোমিটার দূরত্বে একটি বিস্ফোরণের মত আওয়াজ পাওয়া যায়. ঘটনা পর পরই  রেল পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। ফ্রেসনসিক দলও  সেখানে পৌঁছায়। সেখান  থেকে বিস্ফোরণের নমুনা সংগ্রহপি করে নিয়ে যাওয়া হয়. আজ একটি আলাদা ফরেনসিক দলের যাওয়ার কথা রয়েছে ঘটনাস্থলে। 

করা এই বিস্ফোরণ ঘটালো তা নিয়ে ধন্ধ দেখা দিয়েছে।  এমনকি আদৌ তা বিস্ফোরণের ঘটনামা ছিল কিনা সেটাও কেউ জপির দিয়ে বলতে পারছেন না. তবে অনেকেই জানিয়েছেন বিস্ফোরণ হয়েছিল। যদি বিস্ফোরণ হয়েই থাকে তাহলে কে বা করা সেই বিস্ফোরণ ঘটালো ? তাদের টার্গেট কি ছিল ? রাজধানী এক্সপ্রেসকে কি তারা টার্গেট করেছিল ? এইসব প্রশ্ন উঠেই যায়. বিস্ফোরণের এই গোটা ঘটনার তদন্ত করছে রেল পুলিশ।  

প্রসঙ্গত উল্লেখ্য, গড়বেতা জায়গাটির অবস্থান জঙ্গলমহলে। গতকাল ছিল মাওবাদীদের শহীদ সপ্তাহের শেষ দিনৰ। তবে কি এই অঞ্চলে ১৪ বছর পর ফের মাথাচাড়া দিতে শুরু করেছে মাওবাদ ! রেল পুলিশের তদন্তেই উঠে হয়ত উঠে আসবে প্রকৃত ঘটনা। 


Loading

Leave a Comment