ফের পাকিস্তানকে হারিয়ে দিল ভারত

বোলিং আর ফিল্ডিং নিয়ে চিন্তায় রইল ভারত

এশিয়া কাপ

আজ খবর (বাংলা) [খেলা] দুবাই, আরব আমির শাহী, ২১/০৯/২০২৫ : এশিয়া কাপের শেষ চারে খেলায় আরও একবার পাকিস্তানকে হারালো ভারত। তবু ভারতের বোলিং ও ফিল্ডিং নিয়ে চিন্তা থেকেই গেলো।
এদিন টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিং করতে পাঠায়। পাকিস্তান ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট খুইয়ে ১৭১ রান সংগ্রহ করে। পাকিস্তানের ফারহান ৪৫ বলে ৫৮ রান করেন। এছাড়া জামান ১৫, আইয়ুব ২১, তালাত ১০, নওয়াজ ২১, আঘা ১৭ ও আশরাফ ২০ রান তোলেন। এই সময় ভারতের প্রায় সব বলার মার খাচ্ছিলেন। বুমরার বল দিশাহারা বলে মনে হচ্ছিল। তিনটি সহজ ক্যাচ ফেলেন ভারতীয়রা। টিম ইন্ডিয়ার ক্রিকেট দেখে দর্শকেরাও হতাশ হয়ে পড়েন।
পাকিস্তানের দেওয়া ১৭২ রান তরঙ্করতে নেমে ঝোড়ো ইনিংস খেলতে শুরু করেন অভিষেক শর্মা। তিনি ৩৯ বলে ৭৪ রান তোলেন। এছাড়া শুভলং গিল ২৮ বলে ৪৭, তিলক ভার্মা ১৯ বলে ৩০ রান, সঞ্জু স্যামসন ১৭ বলে ১৩ রান এবং হার্দিক পান্ডইয়া ৭ বলে মূল্যবান ৭ রান করেন। অধিনায়ক সূর্যকুমার যাদব ০ রানে আউট হয়ে যান।
ভারতের বোলিং এবং ফিল্ডিং এখনই উন্নত না হলে চলতি টুর্নামেন্টেই বিপদে পড়তে পারে ভারত। আজ ৭ বলে বাকি থাকতেই পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া।

Loading

Leave a Comment