ফের এটিএম লুঠ শিলিগুড়িতে, পুলিশের তাড়া, উদ্ধার গাড়ি 

নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে এটিএম লুঠ হয়ে যাচ্ছে, সেটা তলিয়ে দেখতে হবে পুলিশকেই 

আজ খবর (বাংলা), [রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং, ২৩/০৭/২০২৫ : শিলিগুড়িতে ফের বড়সড় এটিএম লুট। এবার ঘটনাস্থল ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঢাকেশ্বরী কালী মন্দির এলাকা। শনিবার ভোররাতে (প্রায় ৩:৩০ থেকে ৪টার মধ্যে) একদল দুষ্কৃতী ট্যাক্সি নম্বরের সাদা রঙের একটি টাটা সুমো গাড়ি করে এসে এসবিআই-এর এটিএম লুট করে চম্পট দেয়।

ঘটনাস্থলে দ্রুত পৌঁছান ভক্তিনগর থানার আইসি এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি (ইস্ট) রাকেশ সিং। পুলিশের প্রাথমিক অনুমান, প্রায় ২০ লক্ষ টাকা লুট হয়েছে। যদিও এখনও পর্যন্ত ব্যাংকের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও হিসেব জমা দেওয়া হয়নি।

জানা গিয়েছে, এটিএমের পাশেই একটি ফাঁকা জায়গায় টাটা সুমো গাড়িটি দাঁড় করিয়ে অপারেশন চালায় দুষ্কৃতীরা। লুটের আগে সিসিটিভি ক্যামেরাগুলিতে স্প্রে করে দেয় তারা, যাতে কোনও ফুটেজ না ওঠে। অপারেশনের সময় প্রত্যেকের মুখে ছিল গামছা বাঁধা।

লুটপাট চলাকালীন ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি গাড়ি। তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও গাড়ি ধাওয়ার ঘটনা ঘটে। একটি দুষ্কৃতীকে ফেলে গাড়ি চলে গেলেও পরে গাড়িটি ফিরে এসে তাকে তুলে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি ভুয়ো নম্বরপ্লেট লাগানো টাটা সুমো গাড়ি উদ্ধার হয়েছে।

সূত্রের দাবি, এই অপারেশনে আরেকটি ইনোভা গাড়িও ব্যবহৃত হয়েছে।

লুটপাটের সময় এটিএমে আগুন লেগে যায়। খবর পেয়ে ফুলবাড়ি দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আসিঘর আউটপোস্ট থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে এই লুটের ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে পড়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা ব্যবস্থা।

ডিসিপি (ইস্ট) রাকেশ সিং জানিয়েছেন, “দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে। পুলিশের টিম তাড়া করেছিল। বিভিন্ন জেলার পুলিশকে সতর্ক করা হয়েছে।”

প্রসঙ্গত উল্লেখ্য, ১৩ জুন ময়নাগুড়িতে এটিএম লুট, লুট হয় ৫৪ লক্ষ টাকা। ১৮ জুন শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকায় এটিএম লুট, লুট হয় ১১ লক্ষ টাকা। ২২ জুন শিলিগুড়ির বিধান জুয়েলারিতে ২২ কোটি টাকার স্বর্ণালংকার লুট। ২৩ জুলাই ফের শিলিগুড়িতে এটিএম লুট, আনুমানিক লুটের পরিমাণ ২০ লক্ষ টাকা। এক মাসের মধ্যে একের পর এক লুটের ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষ। এখন বড় প্রশ্ন—শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ দুষ্কৃতীদের ধরতে আদৌ সফল হবে কি? সেটাই দেখার।


Loading

Leave a Comment