বার বার অভিযোগ উঠছে তৃণমূলের এই বিধায়কের বিরুদ্ধে, পর্যবেক্ষণ দলের।

কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল ইনস্টিটিউটের এক ডাক্তারের সাথে কাঞ্চন মল্লিকের ও তাঁর স্ত্রী শ্রীময়ী মল্লিক দুর্ব্যবহার করেছেন, এমনটাই অভিযোগ উঠেছে।
সূত্র মারফত জানা গিয়েছে কোনো একটি চিকিৎসা সংক্রান্ত বিষয় দ্রুত করে দেওয়ার নির্দেশ কাঞ্চন দিয়েছিলেন কর্তব্যরত চিকিৎসককে। তখন ঐ চিকিৎসক প্রতিবাদের সুরে বলেন, কাঞ্চন মল্লিক এভাবে তাঁকে নির্দেশ দিতে পারেন না। অভিযোগ, তখন কাঞ্চন নাকি তাঁকে বদলি করিয়ে দেওয়ার হুমকি দেন।
এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এর রেসিডেন্ট ডাক্তারদের সংগঠন প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে। ঐ হাসপাতাল ক্যাম্পাসের ভিতর পোস্টার পড়ে। কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে থানায় অভিযোগ করার দাবি ওঠে। এই ঘটনার প্রতিবাদে আজ ওই হাসপাতালের চিকিৎসকরা কালো ব্যাজ পড়ে ডিউটি করেন।
![]()