এজরা স্ট্রিটে আগুন 

ওয়ার হাউসে ছিল ইলেকট্রিক আর ইলেক্ট্রনিক্স মাল 

আজ খবর (বাংলা), কলকাতা,  [রাজ্য] পশ্চিমবঙ্গ, ১৫/১১/২০২৫ :  ফের মধ্য কলকাতার বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। দমকল বাহিনী জানিয়েছে এই মুহূর্তে আগুন প্রায় নিয়ন্ত্রণে এসে গিয়েছে।  

আজ মধ্য কলকাতার এজরা স্ট্রিটে একটি ওয়ার হাউস থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।  তারপরেই আগুন দেখতে পাওয়া যায়। আগুন দেখেই স্থানীয় লোকজন দমকলে খবর দেন। ওই ওয়ারহাউসটি ছিল ইলেক্ট্রিকাল এবং ইলেক্ট্রনিক্স পণ্যে ঠাসা।  সেই পণ্যগুলি পুড়তে থাকে। এর মধ্যেই ঘটনা স্থলে এসে পৌঁছায় দমকল নাহিনী। 

এজরা স্ট্রিটের ঘটনাস্থলে মোট ২০টি দমকলের গাড়ি এসে পৌঁছেছিল। তার মধ্যে ৯টি ইঞ্জিন দ্রুত কাজ শুরু করে দেয়। ঐ  ওয়ার হাউসের বিভিন্ন দিক থেকে জল দেওয়া শুরু করা হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটা আয়ত্তে আসে, তবে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঐ  ঘটনা চাক্ষুস করতে প্রচুর মানুষ ভীড় জমায়, পুলিশ তখন ভীড় সামলাতে শুরু করে। 

দমকলের তরফ থেকে জানানো হয়েছে, এটা অনেক বড়  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারতো, কেননা এজরা স্ট্রিট জায়গাটি বেশ ঘিঞ্জি এলাকা, ফলে আগুন ছড়িয়ে যেতে পারতো। তবে দমকল বাহিনীর তৎপরতায় অনেক বড় কোনো ঘটনা ঘটতে পারে নি। এই ঘটনাও হতাহতের কোনো খবর নেই, তবে অনেক টাকার মাল পুড়ে গিয়ে থাকতে পারে।  কিভাবে ঐ ওয়ার হাউসে আগুন লাগলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হবে।


Loading

Leave a Comment