বাজারের দরজা খুলে অর্থনীতি আর কূটনীতি দুই সামলে নেওয়া যাবে বলে মনে করছে ভারত

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ২৫/০৭/২০২৫ : ইলেক্ট্রনিক্স পণ্যের উৎপাদনের জন্যে চীনের সামনে ভারত দরজা খুলে দিয়েছে। ভারতে চীনের ইলেক্ট্রনিক্স বাজার উন্মুক্ত করার সবুজ সংকেতও দেওয়া হয়েছে।
চীন গোটা বিশ্বে তাদের ইলেক্ট্রনিক্স পণ্যের বাজার সফলভাবে বিস্তার করেছে। গোটা বিশ্বের ৬০% বাজার তারা ধরে রেখেছে। ভারত চীনের এই সাফল্যকে বা ইলেক্ট্রনিক্স পণ্যের বাজারজাতকে অস্বীকার করতে পারে না। তাছাড়া চীনের সাথে যৌথভাবে ইলেক্ট্রনিক্স পণ্য নিম্নে সহযোগিতা করে ভারত নিজেরই উন্নতি সাধন করবে বলে মনে করা হচ্ছে। এই সব কারণেই ইলেক্ট্রনিক্স পণ্যের উৎপাদনের ক্ষেত্রে ভারত চীনের সামনে বাণিজ্যিক দরজা খুলেই রাখলো।
চীনের সাথে ভারতের কূটনৈতিকসম্পর্ক আগের চেয়ে অনেকটাই ভাল হয়েছে। কিছুদিন আগেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চীন সফরে গিয়েছিলেন এবং সেই সময় আলোচনার মাধ্যমে বেশ কিছু জট খুলে এসেছিলেন। যার ফলে দুই দেশের ট্র্যাভেল ভিসা দেওয়া শুরু হয়ে গিয়েছে। এরপর ইলেক্ট্রনিক্স উৎপাদনেও পারস্পরিক সহযোগিতার হাত থাকলে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।
![]()