পুতিনের সাথে টেলিফোনে কথা বললেন মোদী

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] নতুন দিল্লী, ভারত, ০৯/০৮/২০২৫ : প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি শ্রী ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
রাষ্ট্রপতি পুতিন প্রধানমন্ত্রীকে ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। তিনি রাষ্ট্রপতিকে সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য ধন্যবাদ জানান।
ভারত ও রাশিয়ার মধ্যে বিশেষ কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করতে উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ের পর্যালোচনা করেছেন। এ বছর ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী এই উপলক্ষে রাষ্ট্রপতিকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন।
আমেরিকা ভারতের ওপর বিপুল শুল্ক চাপিয়ে দিয়েছে। এর প্রধান কারন হিসেবে বলা হয়েছে যেহেতু ভারত রাশিয়ার থেকে জ্বলানি তেল এবং অস্ত্রশস্ত্র কিনে চলেছে, তাই বিপুল পরিমান শুল্ক বাড়িয়ে দিয়েছে আমেরিকা। কিন্তু প্রশ্ন উঠেছে ভারত ও রাশিয়া যদিনিজেদের মধ্যে ব্যবসা করে, তাহলে যে শুল্ক ভারতের ওপর আমেরিকা চাপিয়েছে, সেই একইরকম শুল্ক রাশিয়ার ওপরেও চাপানো উচিত ছিল. তা কিন্তু হয় নি. রাশিয়ার সাথে ব্যবসা করার জন্যে তাহলে এক ভারতকে ভুগতে হবে কেন ? যদিও আমেরিকার এই অদ্ভুত শুল্ক নীতিকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নয় ভারত। আকার এতেই বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
![]()