ধ্বস নামলেও রেল টানেলের কোনো ক্ষতি হয় নি পাহাড়ে 

অপরিকল্পিত বাঁধের ফলেই বিপদ বাড়ছে উত্তরবঙ্গের পাহাড়ে

আজ খবর (বাংলা), [রাজ্য], কালিম্পঙ, পশ্চিমবঙ্গ, ০৬/০৮/২০২৫ : কালিম্পঙে যাওয়ার জন্যে ১০ নম্বর জাতীয় সড়কে ব্যাপক ধ্বস নেমে রাস্তা বন্ধ হয়ে গেলেও সিকিম রেলপথের টানেলের কোনো ক্ষতি হয় নি বলে জানালো নির্মাণকারী সংস্থা IRCON ।

গতকাল কালিম্পঙ যাওয়ার পথে বিরিক দাঁড়া এলাকায় ব্যাপক ধ্বস নামে।   সেই ধ্বসে সেবক – রংপো রেল টানেলের একটি গার্ড ওয়াল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানা গিয়েছিল।  গতকাল ঐ  এলাকায় সকাল থেকেই পাথর গড়িয়ে আসতে  দেখে নির্মাণকারী সংস্থা শ্রমিকদের সরে আসতে  নির্দেশ দেওয়া হয়েছিল।  যার ফলে ঐ  জায়গাতে ধ্বস নামলেও সবরকম ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। আর সেই কারণেই আজ ঐ  এলাকায় কোনো হতাহতের খবর নেই ।

প্রবল বর্ষণে পাহাড়ের অনেকটা অংশ জুড়ে ধ্বস নামলেও  সেবক থেকে রংপো যাওয়ার রেলপথে থাকা টি ৭ সুড়ঙ্গটির কোনো ক্ষতি হয় নি বলে জানিয়েছে নির্মাণকারী সংস্থাটি। ওই এলাকা থেকে প্রস্তরস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে। তবে অতি  বৃষ্টির কারণে তিস্তা নদীর জল ফুঁসছে। উত্তরবঙ্গের বেশিরভাগ নদীই বিপদসীমার ওপর দিয়ে বয়ে চলেছে। 


Loading

Leave a Comment