অবৈধভাবে নদীগর্ভ থেকে বালি তুলে নিয়ে ছুটে যাওয়া বেপরোয়া ডাম্পার চলে রাজ্যের প্রায় সর্বত্রই। পুলিশ দেখেও দেখে না।

আজ খবর (বাংলা), [রাজ্য] কাঁকসা,পশ্চিম বর্ধমান, ০৮/০৮/২০২৫ : পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের কাঁকসায় রীতিমত রণক্ষেত্র তৈরি হয়ে গেলো। চললো পুলিশের লাঠিচার্জ।
আজ সকালে দুর্গাপুরের কাঁকসায় একটি বালি বোঝাই ডাম্পার ধাক্কা মারে এক যুবককে। মৃত্যু হয় ঐ যুবকের। ঐ দুর্ঘটনা ঘটার সাথে সাথেই আশেপাশের গ্রামগুলি থেকে বাসিন্দারা বেরিয়ে এসে চড়াও হয় ঐ ডাম্পারের ওপর। চালককে আটক করে মারধর করা হয় বলে জানা গিয়েছে। ওই পথ দিয়ে যাওয়া আরও দুটি ডাম্পারে ভাংচুর চালান উত্তেজিত জনতা।
এই সময় কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে এলে তাঁদেরকে ঘেরাও করে রাখা হয়, পুলিশের সাথে উত্তেজিত জনতার বচসা বেঁধে যায়। এরপর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিশাল বাহিনী। উত্তেজিত জনতা ফের পুলিসকে ঘিরে ধরে ঢিল পাটকেল ছুঁড়তে শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে।
এলাকার মানুষের অভিযোগ, ঐ অঞ্চলে ভাঙা এবং কাঁচা রাস্তার ওপর দিয়েই বালিপাচারের কাজ করা হয়। অবৈধভাবে বালি তোলা হয় নদীগর্ভ থেকে। ডাম্পারগুলি ঐ রাস্তা দিয়ে বেপরোয়াভাবে চলে প্রতিদিন। এর প্রতিবাদ জানিয়েও কোনো ফল হয় নি। থানায় অভিযোগ জানিয়েও কোনো লাভ হয় নি। এবার বেপোরোয়া ডাম্পারের গতির বলি হলেন এক গ্রামবাসী।
:
![]()