নওশাদদের বক্তব্য রাজ্য সরকার ভয় পেয়েছে আইএসএফকে

আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২০/০৮/২০২৫ : কলকাতার ধর্মতলায় রাজনৈতিক কর্মসূচি করার সময় পুলিশের টানা হেঁচড়ায় জখম হলেন আইএসএফ এর বিধায়ক মহম্মদ নওশাদ সিদ্দিকী।
বুধবার কেন্দ্র সরকারের বিরোধিতা করে ধৰ্মতলায় রাজনৈতিক কর্মসূচিতে অংশ গ্রহণ করেছিলেন নওশাদ সিদ্দিকী। ধর্মতলার মোড়ে তাঁরা অবস্থান বিক্ষোভ প্রদর্শন করছিলেন। এই সময় পুলিশ টানদের থামিয়ে দেয়। এই নিয়ে পুলিশের সাথে তাঁদের বচসা বেঁধে যায়। এই সময় নওশাদ সিদ্দিকীকে টানতে টানতে নিয়ে যায়। আইএসএফ কর্মীদের সাথে ধস্তাধাস্তি শুরু হয় পুলিশের। টেনে হিচড়ে আইএসএফ বিধায়ক নওশাদকে তোলা হয় প্রিজন ভ্যানে। এর মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
এরপর নওশাদকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেল কলেজে। নওশাদ সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, “টানা হিচড়ার সময় কেউ তাঁর বুকে ঘুঁসি মেরেছিল, সাধারণ পোশাক পরে থাকায় সেই ঘটক পুলিশের লোক কিনা তিনি বুঝতে পারেন নি। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে বের করে তাঁকে পুলিশ নিয়ে যায়।
![]()