দেবের উচিত মাথা উঁচু করে দল ছেড়ে বেরিয়ে আসা : দিলীপ 

মেদিনীপুরে এসে দেবকে নিয়েই রাজনৈতিক আক্রমণের ঘুঁটি সাজাচ্ছেন দিলীপ ঘোষ.

আজ খবর ( বাংলা), [বিনোদন], ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, ২২/০৭/২০২৫ :  “দেবকে ব্ল্যাক মেইল করা হচ্ছে, দেবের উচিত মাথা উঁচু রেখে পার্টি থেকে বেরিয়ে আসা”, বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

প্রতি বছর বন্যায় ভেসে যায় ঘটাল মহকুমা। এই ঘটালের বন্যা সমস্যা মেটাতে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনীতির খেলা চলছে। ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব জনগণকে একদিন কথা দিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান দ্রুত বাস্তবায়িত করার জন্যে। কিন্তু এখনও  পর্যন্ত তা হয় নি। এখনো পর্যন্ত এই মাস্টারপ্ল্যান নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলের নেতারা। ভুগছেন ঘটালের সাধারণ মানুষ।

মেদিনীপুরে এসে শহীদ তর্পণ করার কর্মসূচী নিয়েছেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ. সাংবাদিকদের এক প্রশ্নের মুখে তিনি ঘাটাল ও দেব নিয়ে উত্তর দিতে গিয়ে বলেন, “দেবকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। তাকে পুতুলের মত ব্যবহার করা হচ্ছে। বলা হচ্ছে রাজনীতি না করলে তার সিনেমা প্রোডাকশন বন্ধ করে দেওয়া হবে। তার কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। দেবের উচিত এই সব কিছু ছেড়ে মাথা উঁচু করে দল থেকে বেরিয়ে আসা। মেদিনীপুরের মানুষ মুড়ি চিরে খেয়ে থাকতে পারে কিন্তু মাথা নিচু করতে জানে না।” 

প্রসঙ্গত, বিদেশ থেকে সিনেমা শ্যুটিংয়ের ব্যস্ততম শিডিউল ছেড়ে তাঁকে শহীদ দিবসে উপস্থিত থাকতে হয়েছে বলে জানা গিয়েছে।


Loading

Leave a Comment