ভারত মহাসাগর, আরব সাগর আর বঙ্গোপসাগর দাপিয়ে বেড়াতে পারি, কিন্তু তা আমরা করি না। ভারত অন্যের জমি দখল করে না।

আজ খবর (বাংলা), [দেশ] বিশাখাপত্তনম, অন্ধ্র প্রদেশ, ২৬/০৮/২০২৫ ভারতের সমুদ্র সীমানা যথেষ্ট সুরক্ষিত, আর যে কোনো রকম পরিস্থিতিতে ভারতীয় নৌসেনা দেশকে সুরক্ষিত রাখতে এবং সবকিছুর মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়ে দিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।.
বিশাখাপত্তনমে আইএনএস উদয়গিরি এবং আইএনএস হিমগিরি জাহাজদুটির উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে দেশের সমুদ্র সীমান্ত সুরক্ষা প্রসঙ্গে এই বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, “সেইসব মানুষের প্রতি আমার হৃদয় সবসময় বিগলিত, যাঁরা দেশের জন্যে কাজ করেন। যাঁরা দেশের জন্যে উৎসর্গীকৃত প্রাণ। আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি নেভির প্রত্যেক জওয়ান এবং আধিকারিকদের, গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের ইঞ্জিনিয়ারদের এবং দেশবাসীকে। আমি খুব খুশির সাথে জানাতে চাই যে ভারত এগিয়ে চলেছে উন্নতির দিকে, যে স্বপ্ন আমরা এতদিন দেখে এসেছিলাম, যে শপথ আমরা গ্রহণ করেছিল, সেই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। “
রাজনাথ সিং বলেন, “আমরা এই মুহূর্তে অত্যাধুনিক সরঞ্জামে এতটাই সজ্জিত রয়েছি যে আমরা শুধু আমাদের সমুদ্র সীমানায় নয়, গোটা ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগরে দাপিয়ে বেড়াতে পারি, কিন্তু আমরা সেটা করি না। ভারত আজ পর্যন্ত অন্য কোনো দেশের জমি দখল করার কোনো উদ্যোগ নেয় নি। আমরা আগ্রাসনের পথে চলি না। ভারত শান্তিপ্রিয় দেশ।”