ভোটার লিস্ট রিভিউ শুরু হবে উত্তর বঙ্গ থেকে

আজ খবর (বাংলা) [দেশ], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৫/১১/২০২৫ : দিল্লী থেকে ৩ সদস্যের একটি বিশেষ দল পশ্চিমবঙ্গে পাঠাচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এই রাজ্যে এসআইআর -এর কাজ কেমন চলছে তা প্রত্যক্ষ করতেই এই বিশেষ দলটি পশ্চিমবঙ্গে আসছেন বলে জানা গিয়েছে।
আজ ৫ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত তিনজনের এই বিশেষ দল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যাবেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর-এর কাজ কেমন চলছে তা দেখবেন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই বিশেষ দলটিকে নেতৃত্ব দেবেন ডেপুটি ইলেকশন কমিশনার শ্রী জ্ঞানেশ ভারতী। এছাড়াও ঐ দলে আছেন প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী এস বি যোশী ও ডেপুটি সেক্রেটারি শ্রী অভিনব আগরওয়াল।
প্রাথমিকভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই বিশেষ দলটি জলপাইগুড়ি, আলিপুর দুয়ার ও কোচবিহারে যাবেন এবং ভোটার লিস্ট রিভিউ করে দেখবেন। কেন্দ্রীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু করেছে। এই কাজে মোট ৮০ হাজার ব্লক লেভেল অফিসারকে নামানো হয়েছে। এই অফিসারেরা গতকাল থেকেই এই রাজ্যে কাজ করতে শুরু করে দিয়েছেন। এই কাজে এই রাজ্যে মোট ৬৫৯ টি হেল্পডেস্ক তৈরি করা হয়েছে।
নির্বাচন কমিশনের কাজ বিএলওরা শেষ করবেন আগামী মাসের ৪ তারিখে। এর মধ্যে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে অন্তত তিনবার করে যাবেন এই আধিকারিকরা। রাজ্যের ভোটার লিস্টে সংযোজন ও বিয়োজনের কাজ করবেন তাঁরা।
![]()