‘ভোট চোর, গদ্দি চোর’ স্লোগানকে সামনে রেখে এগোতে চাইছে কংগ্রেস

আজ খবর (বাংলা), [রাজনীতি], শিলিগুড়ি, দার্জিলিং, ১৫/০৯/২০২৫ : অখণ্ড কংগ্রেস কমিটি (AICC)-র নির্দেশ মেনে আজ দার্জিলিং জেলা কংগ্রেস কমিটি এক বৃহৎ স্বাক্ষর অভিযানের আয়োজন করল। গণতন্ত্র রক্ষার অঙ্গীকারে আয়োজিত এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সোমবার বিকেল ৫টা ১৫ মিনিটে দার্জিলিং জেলা কংগ্রেস অফিসে (বিধান ভবন, ভেনাস মোড়, এইচ.সি. রোড, শিলিগুড়ি)।
জেলা কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিকভাবে প্রভাবিত S.I.R. এবং বিজেপি-নির্বাচন কমিশনের অশুভ আঁতাত গণতান্ত্রিক ব্যবস্থাকে আঘাত করছে। এর প্রতিবাদ জানাতেই স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
এই কর্মসূচিতে জেলা কংগ্রেস কমিটির বহু সদস্য ও সমর্থক উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও গণতন্ত্র বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে তাঁদের আন্দোলন জারি থাকবে।