দাঙ্গার নামে পাথর ছোঁড়া রুখে দিলেন যোগী 

এমন শিক্ষা দেব যে দাঙ্গা করতেই ভুলে যাবে : যোগী 

আজ খবর (বাংলা) [দেশ],  বেরিলি, উত্তরপ্রদেশ, ২৭/০৯/২০২৫ : গতকাল উত্তরপ্রদেশের বেরিলিতে একটি প্রতিবাদ মিছিল আক্রমণাত্মক হয়ে উঠলে  ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। যদিও গোটা ব্যাপারটা অত্যন্ত কড়া  হাতে সামলে দিয়েছে যোগী সরকারের পুলিশ।

জুম্মাবারে দুপুরের নামাজের পরেই বেশ কিছু মানুষ আলা হজরত দরগা এবং ইত্তেহাদ মিলাত কাউন্সিলের প্রধান মৌলানা তাওকির রাজা খানের বাড়ির সামনে ভীড় করেছিলেন। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড, তাতে লেখা ছিল ‘আই লাভ মহম্মদ ‘,  এই মিছিলটি ক্রমেই বার বার নিজেদের নিয়ন্ত্রণ হারাতে  থাকে এবং কিছুক্ষনের মধ্যেই আক্রমণাত্মক হয়ে ওঠে। তারা উপস্থিত পুলিশের দিকে ইঁট পাথর   ছুড়ে মারতে থাকে।  এই আকস্মিক আক্রমণে বেশ কিছু পুলিশ কর্মী ঘায়েল হন। 

এরপরেই পুলিশ একশনে  নামে, লাঠিচার্জ শুরু হয় এবং উপস্থিত জনতাকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। তবে মিছিলে অংশগ্রহণকারীদের আকস্মিক আক্রমণে অন্তত ২২ জন পুলিশ আধিকারিক জখম হন। এরপর গ্রেপ্তার করা হয় মৌলানা তাওকির  রাজা খানকে। পুলিশ জানিয়েছে এই ব্যক্তিই মূল চক্রান্তকারী। ওই মিছিলকে পুলিশের বিরুদ্ধে উস্কে দিয়েছিলেন ইনিই।  গতকালের ঘটনায় মোট ১০তীরও বেশি এফআইআর দায়ের করা হয়েছে। মোট ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই ঘটনা নিয়ে আজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “আগে একটা  সময় ছিল, যখনই উৎসবের সময় আসতো, তখনি নানারকম অশান্তির সৃষ্টি করা হত।  কিছু কিছু সময় মানুষ বদ  অভ্যাসের বশবর্তী হয়ে খারাপ কাজ করে বসে। তবু বদ  অভ্যাস ছাড়তে পারে না। সেই সময় ঐ  বদ  অভ্যাসগুলোকে শুধরে দেওয়ার জন্যে আমাদেরকেও কিছু মেরামতি ও প্রলেপ দেওয়ার কাজ করতে হয়। যেটা সবাই দেখেছে  আমরা গতকাল করেছি বেরিলিতে।  মৌলানা বোধ হয় ভুলে গিয়েছে যে উত্তরপ্রদেশের শাসন ক্ষমতা এখন কাদের হাতে আছে। ওরা ভেবেছিল পথ অবরোধ করে দেবে।  আমরা বলেছি অবরোধও  হবে না, আবার কারফিউও হবে না।  আমি তোমাদের এমন শিক্ষা দেব, যে তোমাদের পরবর্তী প্রজন্ম দাঙ্গা করতেই ভুলে যাবে।” 


‘আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in)  ফলোয়ার বাটনে চাপ দিন।  খবর ভালো লাগলে শেয়ার করে দিন।  


Loading

Leave a Comment