কিংবদন্তি হকি খেলোয়াড় ছিলেন ভেস পেজ

আজ খবর (বাংলা), [খেলা], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৪/০৮/২০২৫ : প্রয়াত হয়েছেন বিখ্যাত হকি খেলোয়াড় ড. ভেস পেজ। আজ সকালে ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
ড. ভেস পেজ ছিলেন একজন লিজেন্ড হকি খেলোয়াড়। ১৯৭২সালে ভেস পেজ জার্মানির মিউনিখে অলিম্পিকে যোগ দিয়েছিলেন এবং সেই টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। ড. ভেস পেজ উডল্যাণ্ড হাসপাতালেই চিকিৎসা করতেন এবং স্পোর্টস মেডিসিনে তাঁর যথেষ্ট অবদান আছে। হকি খেলোয়াড় হিসেবে তাঁকে কিংবদন্তি বলা হত।
ভেস পেজের আর এক পরিচয়, তিনি কিংবদন্তি টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজের বাবা। বিখ্যাত এই হকি খেলোয়াড় মাল্টি অর্গ্যান ফেলিওরে আক্রান্ত হয়েছিলেন। দিন দু’য়েক আগে তাঁকে ভর্তি করা হয়েছিল উডল্যান্ড হাসপাতালে। আজ সকালে উডল্যান্ড হাসপাতালেই তিনি পরলোকে গমন করেছেন। ভেসে পেজের মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
![]()