অসাধারন হকি খেলছে টিম ইন্ডিয়া

আজ খবর (বাংলা), [খেলা], রাজগীর, বিহার, ০৬/০৯/২০২৫ : এশিয়া কাপ রাজগীর বিহার ২০২৫ চ্যাম্পিয়নশিপে ভারতীয় হকি দল চীনকে ৭-০ গোলে পরাজিত করেছে। এশিয়া কাপের টুর্নামেন্টে তৃতীয় সুপার ৪এর খেলায় চীনের বিরুদ্ধে জয় পেলো ভারত।
ভারতের হয়ে দুটি গোল করেছেন অভিষেক, এছাড়া বাকি গোলাগুলি করেছেন শীলানন্দ লাকরা, দিলপ্রিট সিং, মনদীপ সিং, রাজকুমার পাল এবং সুরজিৎ সিং. খেলা শুরু সময় থেকে একেবারে শেষ পর্যন্ত ভারতীয় দল অসাধারণ হকি খেলেছে। চীনকে দাঁড়াতেই দেয় নি. গোটা ম্যাচে তাই ভারতের আধিপত্য ছিল অনেক বেশি। আগামী রবিবার ভারত মুখোমুখি হতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ান কোরিয়ার।
প্রথম কোয়ার্টারে ভারত ২টি গুরুত্বপূর্ণ গোল করে এগিয়ে যায়. দ্বিতীয় কোয়ার্টারে ভারত আরও একটি গোল করে. বিশাল লিড হাতে থাকাসত্ত্বেও ভারত চীনের ওপর চাপ রেখে দিতে থাকে এবং তৃতীয় কোয়ার্টারে আরও দুটি গোল করে. চতুর্থ কোয়ার্টারেও ভারত আরও দুটি গোল ওরে. মোট ৭টি গোল হজম করতে হয় প্রতিপক্ষ চীনকে। এদিকে ৭ম/৮ম স্থান অধিকারের লড়াইয়ে কাজাখস্তান ৬-৪ গোলে হারিয়েছে চাইনিজ তাইপেকে। এছাড়া অন্য একটি ম্যাচে মালয়েশিয়াকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে কোরিয়া।