চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক বাড়ছে ভারতের

চীনের সাথে সুসম্পর্ক নতুন করে গড়ে তুলছে ভারত, চিন্তা বাড়ছে পাকিস্তানের 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ১৬/০৮/২০২৫ :  চীনের দিকে কূটনৈতিক বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। এবার চীনও ভারতের সেই বন্ধুত্বের হাতকে শক্ত করে ধরতে চাইছে আর এতেই ঘুম ছুটেছে পাকিস্তানের। 

কিছুদিন আগেই দিল্লী জানিয়েছিল চলতি মাসেই চীন সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে চীন প্রেসিডেন্ট শি  জিনপিংয়ের সাথে তাঁর বৈঠক হবে। দুই রাষ্ট্রনেতা যখন মুখোমুখি বসতে  চলেছেন তখন দুই দেশের মানুষই আশাবাদী হয়ে ওঠে।   চীনের সাথে ভারতের যে সব বিষয়গুলি নিয়ে সংঘাতের পরিস্থিতি হয়ে রয়েছে, তার মধ্যে অন্যতম হল সীমান্ত সংঘাত। এই সমস্যা নিজেদের মধ্যেই বসে মিটিয়ে ফেলতে চায় দুই দেশ।

চলতি মাসেই ১৮ ও ১৯ তারিখে ভারতে আসছেন চীন বিদেশমন্ত্রী ওয়াঙ ওয়াই। ভারতে এসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে চীনের  বিদেশমন্ত্রী সীমান্ত সমস্যা নিয়েই বৈঠকে বসবেন। সেই বৈঠকের আলোচনায় দুই দেশের সীমান্ত নিয়ে এতদিন ধরে চলা বিবাদের মীমাংসা করতে উদগ্রীব হয়ে রয়েছে দুই দেশই।  চীন বিদেশমন্ত্রীর ভারত সফরের কথা জানিয়েছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।  তিনিও ওই উচ্চ পর্যায়ের বৈঠকে থাকবেন বলে জানা গিয়েছে। এরপর ৩১ তারিখে চীন সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উল্লেখ্য, পাঁচ বছর পর ফের একবার ভারত ও চীন দুই দেশের মধ্যে ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু হয়েছে। শুরু করা গিয়েছে মানস-কৈলাস যাত্রাও। এছাড়াও দুই দেশের মধ্যে বৈদেশিক  যে সব বাধা বিপত্তির সৃষ্টি হয়েছিল, সেগুলিকেও খুলে দেওয়া হয়েছে। ভারতের সাথে চীনের এই সখ্যতা আদৌ ভালো চোখে দেখছে না ইসলামাবাদ, গোটা পরিস্থিতির ওপর তারা কড়া  নজর রেখেছে। 


Loading

Leave a Comment