ছাতনায় বড়ু চণ্ডীদাসের সামন্তভূমে অনিন্দ্যসুন্দর জগদ্ধাত্রী পূজার আয়োজন 

আধ্যাত্মিকতার সাথে মিশে গেল ইতিহাস 

আজ খবর (বাংলা), [রাজ্য], ছাতনা, বাঁকুড়া, ০১/১১/২০২৫ :  বাংলায় এস.আই.আর নিয়ে রাজ্য রাজনীতি যখন উত্তাল ঠিক তখনই বাঁকুড়ার ছাতনা অঞ্চলে সাধক কবি বড়ু চণ্ডীদাসের মাটিতে চণ্ডীদাস পল্লীর সদস্যরা আয়োজন করলো ঐতিহ্যমন্ডিত জগদ্ধাত্রী পূজা । 

এই বছর পূজার থিম ছিল স্বর্গপুরী এবং কয়েক দশক ধরে চলে আসা এই পূজাকে কেন্দ্র করে মেলায় উপচে পরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত । পূজার উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অখিলভারত হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক জিতেন্দ্রিয়ানন্দজি মহারাজ । প্রধান অতিথির ভাষণে ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন পূরণানুসারে দেবী দুর্গা ও মহিষাসুরের যুদ্ধের সময় মহিষাসুর হস্তি রূপে দেবী দুর্গাকে বিব্রত করলে দেবী দুর্গা জগদ্ধাত্রী রূপ নিয়ে চক্রের সাহায্যে সেই হস্তিরুপী অসুরকে দমন করেন । 

আবার মহিষাসুর বধের পর দেবতারা দাম্ভিক হয়ে উঠলে দেবী দুর্গা জগদ্ধাত্রী বা মহাদুর্গা রূপেই দেবতাদের দম্ভ চূর্ণ করেন । বাংলায় জগদ্ধাত্রী পূজার সাথে মহারাজা কৃষ্ণচন্দ্র ও চন্দননগরের নাম বিশেষ ভাবে যুক্ত । বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ গ্রন্থেও দেবী জগদ্ধাত্রীর বিস্তারিত বর্ণনা রয়েছে । তাই সাধক কবি বড়ু চণ্ডীদাসের মাটিতে জগদ্ধাত্রী দেবীর পূজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারা অবশ্যই সৌভাগ্যের বিষয়, কারণ ভারতের মাটি বহুত্ববাদের মাটি । আমরাই সারা পৃথিবীকে শিখিয়েছি বসুধৈব কুটুম্বকম, আর সাধক কবি বড়ু চণ্ডীদাস সারা জীবন ধরে মানবসমাজকে শিক্ষা দিয়েছেন “সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই” । 

পূজার সম্পাদক তথা অন্যতম আয়োজক বিশিষ্ট সমাজসেবী শঙ্কর চক্রবর্তী বলেন আমরা প্রতি বছর খুব আন্তরিক ভাবে সবাইকে সঙ্গে নিয়ে এই পূজার আয়োজন করে আসছি । প্রাকৃতিক দুর্যোগের কারণে এইবছর কিছুটা অসুবিধা হলেও সবার ঐকান্তিক প্রচেষ্টা ও দেবী জগদ্ধাত্রী আশীর্বাদে ভালোভাবেই পূজার আয়োজন করতে পেরেছি । একদিকে দেবী বাঁশুলী মায়ের আশীর্বাদ আর অন্যদিকে সাধক কবি চণ্ডীদাসের ঐতিহ্যময় মাটিতে আয়োজিত এই পূজায় সমগ্র ছাতনাবাসী তথা বাঁকুড়াবাসীকেই পূজার শুভেচ্ছা জানালেন শংকর চক্রবর্তী । 

পূজার সভাপতি বিমল চক্রবর্তী প্রধান অতিথি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ও বিশিষ্ট অতিথি জিতেন্দ্রিয়ানন্দজি মহারাজকে বরণ করার পাশাপাশি  সমস্ত অতিথিদের শুভেচ্ছা জানালেন । হিন্দু মহাসভার অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল ছাতনার এই ঐতিহ্যময় পূজায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে পূজার আয়োজকদের, সম্পাদক শঙ্কর চক্রবর্তী এবং প্রধান অতিথি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীকে বিশেষ ভাবে ধন্যবাদ জানালেন । 

বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের ভ্রুকুটিকে উপেক্ষা করে চণ্ডীদাস পল্লীর পূজা আয়োজকরা যে আন্তরিকতার সাথে জগদ্ধাত্রী পূজা, লাইট এন্ড সাউন্ড শো তে দেবী জগদ্ধাত্রীর অসুর নিধন, সকল দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ এবং দশদিন ধরে মেলার আয়োজন করলেন তা এক কথায় একটি দৃষ্টান্ত স্থাপন করলো ।


Loading

Leave a Comment