এটাও এক ধরনের বুমরা নির্ভর ভারতীয় দল হিসেবে বিবেচিত হবে।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নামবে ম্যানচেস্টারে। এই টেস্ট ম্যাচে সমতা ফেরানোর লড়াইয়ে নামবে ভারত। সেক্ষেত্রে পঞ্চম বা শেষ টেস্ট ম্যাচে যে কোনো একটি দেশ বিজয়ী হবে। কোন একটি দেশ সিরিজ জিতবে, অবশ্য শেষ টেস্ট ম্যাচ ড্র হয়ে গেলে আলাদা কথা।
এখনও পর্যন্ত আগামী টেস্ট ম্যাচে পেশার যশপ্রীত বুমরাহকে দলে সংযুক্ত করার কথা ভাবা হচ্ছে। যদিও এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয় নি।
বুমরাহ দলে থাকলে বিপক্ষের ওপর চাপ আরও বাড়ানো যাবে। বুমরার আগুনে স্পেল ইংল্যান্ডকে দমিয়ে রাখবে, বড় স্কোর তুলতে বাধা দেবে। এই সব ভেবেই বুমরাকে ফের দলে অন্তর্ভুক্তির কথা ভাবা হচ্ছে। বুমরার পিঠে অস্ত্রোপচার হয়েছিল, ডাক্তারের পরামর্শ মেনে তাঁকে সব টেস্টেই ব্যবহার করতে চায় নি ভারতীয় শিবির। আগামী চতুর্থ অথবা পঞ্চম যে কোনো একটা টেস্ট ম্যাচে বুমরাকে ব্যবহার করতে চায় ভারত। তাই বুমরার ব্যাপারে কোনো ঝুঁকি না নিয়ে আগামী টেস্ট ম্যাচেই তাঁকে খেলাতে পারে শুভমনের দল। তবে এই বিষয়ে আদৌ কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যানচেস্টারে পৌঁছে। তবে ভারতীয় দল বুমরাকে দলে অন্তর্ভুক্তির দিকেই ঝুঁকে রয়েছে।
![]()