মৃত্যু বেড়ে ২২, নিখোঁজ অনেকেই

আজ খবর (বাংলা), [রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং, ০৬/১০/২০২৫ : গতকালের পর আজ সকাল থেকে আকাশের মুখ ভারী। আকাশের দিকে তাকিয়ে দিন কাটছে উত্তরবঙ্গের মানুষের। পাহাড়ে ব্যস্ততা ধ্বসের ভগ্নস্তুপ সরানোর কাজে। মৃতের সংখ্যা বেড়ে ২২, এখনো নিখোঁজ অনেকে।
গতকাল মেঘভাঙা বৃষ্টির জেরে রীতিমত লন্ডভন্ড দার্জিলিং পাহাড়। একের পর এক রাস্তা ভেঙেছে। ভেঙে পড়েছে সেতুও। পাহাড় থেকে সমতল স্পর্শ করা নদীগুলি ফুঁসছে। ভয়াবহ আকার ধারণ করেছে সেগুলি। ভেঙে গিয়েছে পাহাড়ের বেশ কিছু বাড়ি ঘর। পাহাড়ের কিছু জায়গায় আটকে পড়েছেন পর্যটকেরা। তাঁদেরকে উদ্ধার করার ব্যবস্থা করা হচ্ছে। পাহাড়ে এই দুর্যোগে এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বেশ কিছু মানুষ। খোঁজ করা হচ্ছে তাঁদের।
আজ সকাল থেকেই অঝোরে বৃষ্টি হয়ে চলেছে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদহ সহ উত্তরবঙ্গের সব জেলাতেই চলছে বৃষ্টি। পাহাড়ে দার্জিলিং ও কালিম্পঙ জেলাতেও বৃষ্টি হচ্ছে। এর ফলে আরও কিছু জায়গায় নতুন করে ধ্বস নেমেছে। রাস্তা মেরামতিতে সক্রিয় পিডব্লিউডি। উদ্ধারকাজে ব্যস্ত রয়েছে এসডিআরএফ।
আজ উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভবত মুখ্য সচিব থাকবেন তাঁর সাথে। তাঁরা উত্তরবঙ্গে গিয়ে জরুরী পরিষেবার বিষয়গুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন। ইতিমধ্যেই বাগডোগরা পৌঁছে গিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য। পাহাড়ে বিপর্যয়ের প্রথম লগ্ন থেকেই ছিলেন জিটিএ নেতারা। তাঁদের তদারকিতে উদ্ধারকাজ চালানো হয়েছে। বিজেপি সাংসদ মনোজ টিগ্গা অবশ্য গতকালই পৌঁছে গিয়েছিলেন উত্তরবঙ্গে .
উত্তরবঙ্গে যেভাবে এখনো লাগাতার বৃষ্টি হয়ে চলেছে, তাতে করে বিপন্ন অবস্থায় রয়েছে পশুরাও। বিভিন্ন অরণ্যে নদীতে পশুদের ভেসে যেতে দেখা গিয়েছে। হরিণ এমনকি গন্ডারও ভেসে গিয়েছে খরস্রোতা নদীর জলে। মাঝ নদীতে আটকে রয়েছে হাতির পাল। গবাদি পশুদের উদ্ধার করে নিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা। এইসময়টায় উত্তরবঙ্গে পর্যটনের ভরা মরসুম। এই সময় পর্যটনের মরসুম রীতিমত মার খেয়েছে। উত্তরবঙ্গের বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেনকে। আবার বেশ কিছু ট্রেনকে ঘুরপথে নিয়ে যাওয়া হচ্ছে।
![]()