ভোটার কার্ড সংশোধন হলে সমস্যার বিষয়গুলি তুলে ধরছে বিরোধীরা, খন্ডন করছে শাসকদল, চারদিন ধরে সংসদ প্রায় অচল হয়ে থাকছে।

আজ খবর (বাংলা), [রাজনীতি], পাটনা, বিহার, ২৪/০৭/২০২৫ : নতুন করে ভোটার কার্ড সংশোধনীর বিরুদ্ধে বিহারে বিধানসভার বাইরে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠল বিহারের বিরোধী রাজনৈতিক দলগুলি।
চলতি বছরেই হয়তো অক্টবর বা নভেম্বর মাস নাগাদ বিহারে বিধানসভা ভোট হতে চলেছে। যদিও এ ব্যাপারে কোনো নির্ঘণ্ট এখনও পর্যন্ত প্রকাশ করে নি নির্বাচন কমিশন। বিহারে এবারেও নিজেদের শাসন ব্যবস্থা ধরে রাখতে চাইছে এনডিএ জোট, যে জোটের মধ্যে রয়েছে, জেডি(ইউ), বিজেপি, এলজেপি, আবার অন্যদিকে বিরোধী দল হিসেবে রয়েছে ইন্ডিয়া ব্লক সমর্থিত আরজেডি, কংগ্রেস ও বাম দলগুলি।
বিহারে ভোটার কার্ড সংশোধনীর বিরুদ্ধে গত চার দিন ধরে দিল্লীর পার্লামেন্টের সামনে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে ইন্ডিয়া ব্লক সমর্থিত দলগুলি। পার্লামেন্টের মকর দ্বারের সামনে সাংসদরা প্রতিবাদ দেখাচ্ছেন। তাঁদের দাবী ভোটার কার্ড সংশোধনী প্রক্রিয়া বাতিলকরতে হবে। পশ্চিমবঙ্গেও এই নিয়ে প্রতিবাদে মুখর হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রী সাফ জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে সিএএ বা এনআরসি কোনোটাই করতে দেওয়া হবে না।
সংসদে বাদল অধিবেশনের শুরু থেকেই এই বিষয়টি নিয়ে লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই প্রতিবাদে মুখর হয়ে পুরোদস্তুর আলোচনা চেয়েছে কেন্দ্র সরকারের সাথে। এই কারনে বাদল অধিবেশনের শুরু থেকেই পুরোদস্তুর আলোচনা চেয়ে এডজর্ন মোশান দাবী করে এসেছে। কেন্দ্র সরকার অবশ্য বিরোধীদের এইসব দাবীতে কর্ণপাত করতে ইচ্ছুক নয়, তবে তারা সংসদে গোটা বিষয়টি নিয়ে বিরোধীদের সাথে আলোচনা করতে প্রস্তুত।
![]()