বিহারে ফের গেরুয়া ঝড় উঠতে চলেছে

দুই তৃতীয়অংশের চেয়েও বেশি ভোট বিজেপির 

আজ খবর (বাংলা), [রাজনীতি], পাটনা, বিহার, ১৪/১১/২০২৫ :  বিহারে বিধানসভা নির্বাচনে ফের গেরুয়া ঝড় উঠতে শুরু করেছে। আজ বিহারে বিধানসভা নির্বাচনের গণনা চলছে। সেই গণনায় বিজেপি সমর্থিত এনডিএ অনেকটাই এগিয়ে গিয়েছে। 

বিহারে মোট ২৪৩টি আসনের মধ্যে ২০৩টিতে এগিয়ে রয়েছে এনডিএ সমর্থিত বিজেপি।  আরজেডি এগিয়ে রয়েছে ৩৪টি বিকেন্দ্রে।  জেএসপি অর্থাৎ পি কের দল শূন্য এবং অন্যান্যরা ৬টি কেন্দ্রে এগিয়ে রয়েছে।  নরেন্দ্র মোদী বলেছিলেন বিজেপি বিহারে দুই তৃতীয়অংশের থেকেও বেশি আসন পাবে। সেই কথা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছে। উল্টোদিকে তেজস্বী যাদব যা কিছু বলেছিলেন, তা যেন সবই  ফাঁকা বুলি হিসেবে প্রমাণিত হলো।  বিরোধী ইন্ডিয়া মহাজোটের পরাজয় হলো। 

বিহারে বিশাল ব্যবধানে জিততে চলেছে বিজেপি।  এই রাজ্যে ভোটের পর এক্সিট পোলের রায়ও এটাই ছিল। কিন্তু  তেজস্বী যাদব এক্জিট পোলের রায় মানতে চান  নি। পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “যেভাবে বিহারে বিজেপি জিতেছে, ঠিক সেভাবেই পশ্চিমবঙ্গেও বিজেপি ব্যাপক ব্যবধানে জিতবে, শাসক দল যেন প্রস্তুত থাকে।” বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি বলেন, “বিহারে নতুন সূর্যোদয় হলো. ” 

তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন, “বিহারের সাথে পিশ্চিমবঙ্গকে গুলিয়ে ফেললে হবে না। এখানে ফের একবার তৃণমূল কংগ্রেস জিতবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ই ফের একবার মুখ্যমন্ত্রী হবেন।” বিহারের পাশাপাশি আজ পশ্চিমবঙ্গেও বিজেপি কর্মীরা গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন।


Loading

Leave a Comment