প্রায়ই ভূমিকম্পে কেঁপে উঠছে মায়ানমার

আজ খবর (বাংলা), (দেশ) রোহতক, হরিয়ানা, ১৭/০৭/২০২৫: আজ হরিয়ানার বিস্তীর্ণ এলাকা জুড়ে ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্প হয়েছে প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের কয়েকটি জায়গায়।
রাত্রি একটা নাগাদ হরিয়ানা রাজ্যের রোহতক অঞ্চলে ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছে। এই ভূকম্পনের মাত্রা ছিল ৩.৩; এই ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল রোহতক শহরের ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে। ভূকম্পনের সময় বেশির ভাগ মানুষ ছিলেন ঘুমের মধ্যে। অনেকেই ভূকম্পন হচ্ছে বুঝতে পেরে দ্রুত বেরিয়ে আসেন বাড়ির বাইরে। তবে যদি ভূকম্পন আরও জোরদার হত, তাহলে ক্ষয়ক্ষতি আরও বেশি হতে পারত বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে অবশ্য তেমন কোনো ক্ষয় ক্ষতি হয় নি।
এদিন প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের বেশ কিছু জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানানো হয়েছে। রাত্রি ১১টা নাগাদ মায়ানমারের ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮৩ কিলোমিটার নিচে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৩.৭; এক্ষেত্রেও বহু মানুষ বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে এসেছিলেন। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয় নি।
![]()