আহতের অবস্থা সঙ্কটজনক

আজ খবর (বাংলা), [রাজ্য], সুতি, মুর্শিদাবাদ, ২৬/০৯/২০২৫ : মুর্শিদাবাদ জেলার সুতির মানিকপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে গিয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত মৃত ১, আহত ১।
মুর্শিদাবাদ জেলার সুতির মানিকপুর সংলগ্ন এলাকায় আজ ভোররাত প্রায় ৪টা সময় ঘটে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, দাঁড়িয়ে থাকা ছাই বোঝাই একটি ব্রেক ফেল থাকা ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে ভুট্টা বোঝাই একটি লরি। সংঘর্ষের ধাক্কায় ভুট্টা বোঝাই লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় লরির চালকের। গুরুতর আহত হয়েছেন লরির খালাসী। তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে সুতি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ভয়াবহ দুর্ঘটনার কারণে সাজুর মোড় থেকে ধলা পর্যন্ত রাস্তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞসাবাদ করা শুরু করেছে।
‘আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in) ফলোয়ার বাটনে চাপ দিন। খবর ভালো লাগলে শেয়ার করে দিন।
![]()