ভারতের সামনে ফের একবার ধরাশায়ী পাকিস্তান 

খেলার শেষে পাক খেলোয়াড়দের সাথে হাত মেলালো না ভারত 

আজ খবর (বাংলা), [খেলা], দুবাই, আরব আমিরশাহী, ১৪/০৯/২০২৫ :  এশিয়া কাপের গ্রূপের খেলায় পাকিস্তান  হারিয়ে সেরা চেয়ারের তালিকায় নাম লিখিয়ে নিল  ভারত। 

এশিয়া কাপের ম্যাচে আজ ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান দল.  টসে জিতে ভারতকে ফিল্ডিং করতে পাঠিয়ে নিজেরা ব্যাটিং শুরু করেছিলপাকিস্তান। কিন্তু খেলতে নেমে প্রথমেই ২ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান।  বুমরাদেরকে যথেষ্ট সমীহ করতে দেখা যায় তাদের।  এই  ভাবে কোনো রকমে ব্যাট করতে করতে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মোট ১২৭ রান সংগ্রহ করতে পারে পাকিস্তান। 

পাক ব্যাটারদের মধ্যে ফারহান ৪০ রান, জামান ১৭ রান এবং আফ্রিদি ৩৩ রান তোলেন। বাকিরা সেভাবে রান তুলতেই পারেন নি. পাকিস্তানের দেওয়া ১২৮ রানের লক্ষ্যমাত্রা তারা করতে নেমে ভারত প্রথম থেকেই আত্মবিশ্বাসের সাথে চালিয়ে খেলতে শুরু করে. শেষমেশ ২৫ বল বাকি থাকতেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। .পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দেয়.

ভাতের অভিষেক শর্মা ১৩ বলে ৩১ রান, শুভমন গিল ৭ বলে ১০ রান, সূর্যকুমার যাদব ৩৭ বলে ৪৭ রান, তিলক ভার্মা ৩১ বলে ৩১ রান তোলেন এবং শিবম দুবে  ৭ বলে ১০ রান তোলেন।  ভারতীয় দলের ব্যাটিং স্কোর দেখেই বোঝা যাচ্ছে কতটা আত্মবিশ্বাসের সাথে খেলেছে ভারত।  পাকিস্তানকে  দুরমুশ করে দিয়েছে টিম ইন্ডিয়া। 

প্রতিবেশী দেশ হলেও কূটনৈতিক সখ্যতা না থাকায় এবং সরাসরি ভারতের সাথে শত্রুতা করায় পাকিস্তানের সাথে ভারতের ক্রিকেট ম্যাচ নিয়ে  যথেষ্ট আপত্তি ছিল দেশের মধ্যে। কিন্তু তা সত্বেও খেলা হয়েছে। ভারত যেভাবে এর আগে অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছিল, ঠিক সেভাবেই আজ পাকিস্তানকে রীতিমত দুরমুশ করে দিল ভারত। খেলার শেষে পাকিস্তানের খেলোয়াড়দের সাথে হাত মেলায় নি ভারতীয় ক্রিকেম্যাচ  থেকে উঠে গিয়ে তারা ড্রেসিং রুম বন্ধ করে রাখে অনেক্ষন পর্যন্ত।  পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই জয় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্য কুমার যাদব ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করলেন। 


Loading

Leave a Comment