দেশে বাড়ছে মেডিকেল ট্যুরিজম এর চাহিদা

আজ খবর (বাংলা) [দেশ] নতুন দিল্লী, ভারত, ০৮/০৮/২০২৫ : ভারতে ২০২৫-এ (এপ্রিল পর্যন্ত) চিকিৎসার জন্য বিদেশ থেকে এসেছেন ১ লক্ষ ৩১ হাজার ৮৫৬ জন। এই সময়ে আসা মোট পর্যটকদের প্রায় ৪.১ শতাংশ। গত ৫ বছরে সবচেয়ে বেশি সংখ্যায় চিকিৎসার জন্য এসেছেন বাংলাদেশ থেকে। এর পরে আছে ইরাক, সোমালিয়া, ওমান, উজবেকিস্তান।
মেডিক্যাল ট্যুরিজম সহ পর্যটন স্থল এবং পণ্যের উন্নয়ন ও প্রসারে কাজ করে সংশ্লিষ্ট রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন। কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রক একাধিক কর্মসূচি এবং উদ্যোগের সাহায্যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই বিষয়ে সাহায্য করে থাকে। এর পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক মেডিক্যাল ট্যুরিজমের জন্য পরিষেবা প্রদানকারী, হাসপাতাল, হোটেল, এয়ারলাইন্স, নিয়ামক সংস্থা এবং সরকার সহ পরিমণ্ডল গড়ার কাজে উপযুক্ত পদক্ষেপ নিয়ে থাকে।
এর পাশাপাশি ‘হিল ইন ইন্ডিয়া’-র প্রসারে সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে সক্ষমতা বর্ধনে পদক্ষেপ নিয়ে থাকে। ভারত সরকার চিকিৎসার জন্য ভারতে আসা বিদেশী নাগরিকদের সুবিধার্থে ১৭১টি দেশের নাগরিককে ই-মেডিক্যাল ভিসা ও ই-মেডিক্যাল অ্যাটেনডেন্ট ভিসা দেয়।
![]()