ভারত পাক ম্যাচ নিয়ে ভিন্নমত দেশের বিভিন্ন জায়গায় 

পাকিস্তানের জাতীয় পতাকা পোড়ালো শিবসেনা 

আজ খবর (বাংলা),  [খেলা], পুণে , মহারাষ্ট্র, ১৪/০৯/২০২৫ :  এশিয়া কাপে আজকের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গেল। পহেলগাঁওতে জঙ্গীদের হাতে নৃশংসভাবে খুন হয়ে যাওয়া এক পর্যটকের কন্যা আজ এই প্রশ্ন তুললেন।

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও ভ্যালিতে বেড়াতে গিয়ে জঙ্গীদের হাতে যে নিরীহ পযটকেরা খুন হয়ে গিয়েছিলেন তার মধ্যেই একজন ছিলেন মহারাষ্ট্রের পুণের  বাসিন্দা সন্তোষ জাগদালে।  তাঁর মেয়ে আশাভরি প্রশ্ন তুলেছেন এশিয়া কাপে আর কিছুক্ষন পরেই হতে যাওয়া ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে। তিনি বলেছেন, “এই ম্যাচটা হওয়া  উচিত ছিল না। এখনো কিছুটা সময় আছে, বিসিসিআই এভাবে না ভাবলেও পারতো। পহেলগাঁওয়ের ঐ  ঘটনার পর ছয়টা মাসও কাটে নি এখনো। তারপর অপারেশন সিঁদুর হয়েছে। এর পরেও সেই দেশের সাথে খেলতে যাওয়া ! বিষয়টা ভেবেই লজ্জা লাগছে আমার। এই ম্যাচটা না হলেই ভালো হত।”

আজকের ভারত-পাক ম্যাচ নিয়ে প্রশ্ন উঠেছে দেশের বিভিন্ন মহল থেকেই। রাজনৈতিক মহল তো বটেই। অনেকেই বলছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন একই সাথে জল আর রক্ত বইতে পারে না, তাহলে কেন ভারত এই শত্রুদেশের সাথে ক্রিকেট খেলতে যাবে ?” এই ম্যাচ নিয়ে নানারকম মতামত শোনা যাচ্ছে। যেমন প্রাক্তন অধিনায়ক এই ম্যাচের সপক্ষেই মতামত দিয়েছিলেন।  তবে ব্যাঙ্গালোরের মানুষ আজ এই ম্যাচের বিপক্ষে রায় দিয়েছে। সেখানে এই ম্যাচের প্রতিবাদে শিবসেনা পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে। স্লোগান উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে।


Loading

Leave a Comment