ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপালো আমেরিকা, কৌশল দিয়েই মোকাবিলা করবে ভারত !

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ৩১/০৭/২০২৫ : মার্কিন পণ্যে ভারতের ওপর ২৫% শুল্ক চাপানোর বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপি নেতা এবং মন্ত্রীরা। আন্তর্জাতিক বাণিজ্যের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করলেন তাঁরা।
রাশিয়া থেকে জ্বালানি তেল এবং সামরিক দ্রব্যাদি ক্রমাগত ক্রয় করার জন্যে শাস্তি স্বরূপ ভারতের ওপর মার্কিন পণ্যে শুল্ক বাড়িয়ে ২৫% করেছে আমেরিকা। দীর্ঘদিন ধরে রাশিয়ার থেকে আমদানি চালিয়ে যাওয়ার জন্যে কিছু পেনাল্টির কোথাও বলা হয়েছে। আমেরিকার এই সিদ্ধান্ত ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ককে আঘাত হানছে বলে মনে করা হচ্ছে। আমেরিকার তরফ থেকে বলা হয়েছে ভারত বন্ধু দেশ সেই কারণেই মাত্র ২৫% শুল্ক ধার্য করা হয়েছে, না হলে আরও বেশি শুল্ক ধার্য করা যেতে পারতো।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের পর থেকেই ভারতের বণিক মহলে প্রতিবাদের সুর শোনা যাচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য বলেন, “ভারত হল বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ, এখানে ১৪০ কোটি মানুষের বাস। ভারত কোনো ‘কলা প্রজাতন্ত্র’ নয়। ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন যে তিনি চাপ দিয়ে যে কোনো দেশের সাথে যে কোনো চুক্তি হাসিল করে নেবেন তাহলে তিনি ভুল করছেন। যদি আমেরিকা এবং তার মিত্র দেশগুলি ভারতের বাজার থেকে আলাদা হয়ে যায়, তাহলে তার ফল তারা ভুগবে।”
আর এক বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র সারেঙ্গী নরেন্দ্র মোদীর নেতৃত্বকে সমর্থন করে বলেছেন, “আমেরিকার এই ধরনের ঘোষণায় চিন্তা করার মত কিছু নেই। আমরা আমাদের কৌশল দিয়ে এই পরিস্থিতির মোকাবিলা করব। যার প্রভাব পড়বে বিশ্ব বাণিজ্যের ওপর।” সারেঙ্গী বলেন, “ট্রাম্প ও মোদীর বন্ধুত্ব নিয়ে বিরোধীরা এখন থেকেই সমালোচনা করতে শুরু করেছেন, কিন্তু নরেন্দ্র মোদীর বিদেশনীতি বেশ শক্তিশালী। মোদীর সাথে ট্রাম্পের সুসম্পর্কেরও একটা সীমানা আছে.। নিশ্চিত থাকুন নরেন্দ্র মোদী কখনোই সেই বন্ধুত্বের খাতিরে জাতীয় স্বার্থের সাথে আপস করবেন না।”
![]()