প্রধানমন্ত্রী যাচ্ছেন ব্রিটেন ও মালদ্বীপে

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ২৩/০৭/২০২৫ : “আমি ২৩ থেকে ২৬ জুলাই ব্রিটেন ও মালদ্বীপ সফরের উদ্দেশ্যে রওনা হয়েছি”, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারত ও ব্রিটেন একটি সর্বাঙ্গীন কৌশলগত অংশীদারিত্ব বজায় রেখে চলে। সাম্প্রতিক বছরগুলিতে এই সম্পর্ক তাৎপর্যপূর্ণভাবে শক্তিশালী হয়েছে। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা, শিক্ষা, গবেষণা, সুস্থায়ী উন্নয়ন, স্বাস্থ্য এবং দুই দেশের জনসাধারণের মধ্যে যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে এই সহযোগিতা প্রসারিত হয়েছে। সফরকালে আমি প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করবো। আমরা আমাদের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও প্রসারিত করার সম্ভাবনাগুলিকে কাজে লাগাবো। এর মূল উদ্দেশ্য উভয় দেশের সমৃদ্ধি, উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি নিশ্চিত করা। সফরকালে মাননীয় রাজা তৃতীয় চার্লস-এর সঙ্গেও আমি সাক্ষাৎ করবো।
এর পর আমি মালদ্বীপের রাষ্ট্রপতি ডঃ মোহাম্মদ মুইজ্জুর আমন্ত্রণে সেদেশ সফর করবো। মালদ্বীপের স্বাধীনতার ৬০ তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবো। এবছর আমাদের এই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০ তম বার্ষিকী। আমি রাষ্ট্রপতি মুইজ্জু সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গেও সাক্ষাৎ করবো। একটি সর্বাঙ্গীন অর্থনৈতিক ও সামুদ্রিক নিরাপত্তা ক্ষেত্রে অংশীদারিত্বের মাধ্যমে আমাদের যৌথ উদ্যোগকে প্রসারিত করার পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতাকে আরও শক্তিশালী করা হবে।
এই সফর যে ফলপ্রসূ হবে, যার ফলে আমাদের জনসাধারণ উপকৃত হবেন এবং প্রতিবেশী প্রথম নীতি আরও শক্তিশালী হয়ে উঠবে, সে বিষয়ে আমি নিশ্চিত।
![]()