ভারতের হাতে মার খেয়ে চরম হেনস্থার পর এবার ফোঁস করতে শুরু করেছে পাকিস্তান

আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ১১/০৮/২০২৫ : অপারেশন সিঁদুরের মাধ্যমে পাক সেনাবাহিনীর কোমর ভেঙে দিয়েছিল ভারত, গোটা পৃথিবী সেটা দেখেছে। জঙ্গী তৈরির দেশ হিসেবে চিহ্নিত পাকিস্তানের কি হাল করেছিল ভারত তা সবাই জানে, তা সত্বেও ভারতকে ফাঁকা হুমকি দিয়ে চলেছে পাকিস্তান।
পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান সৈয়দ আসিফ মুনির মার্কিন সফরকালে বলেছেন, “ভারত যদি সিন্ধু নদের ওপর বাঁধ তৈরি করে তাহলে আমরা সেই বাঁধ ধ্বংস করে দেব। যে কোনো মূল্যেই হোক আমরা পাকিস্তানের জলের অধিকার রক্ষা করবোই।” কাশ্মীরকে মুনির পাকিস্তানের ‘গর্ভস্থ শিরা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি দাবী করেছেন যে কাশ্মীর ভারতের আভ্যন্তরীন বিষয় নয়, বরং এটি একটি আন্তর্জাতিক সমস্যা। মুনির বলেছেন, “আমরা ভারতের বাঁধ নির্মাণের জন্যে অপেক্ষা করব, তারপর সেই বাঁধ তৈরি হলে সেটা আমরা ভেঙে দেব।”
আমেরিকায় একটি ডিনারে যোগ দিয়ে আসিফ মুনির মন্তব্য করেন, “সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়। ঐ নদীতে বাঁধ দেওয়ার পরিকল্পনা বাতিল করার জন্যে প্রয়োজনীয় সম্পদ পাকিস্তানের কাছে আছে। ভারতের একতরফা সিদ্ধান্তের ফলে যদি কোনোরকম সংঘাতের ঘটনা ঘটে, তার জন্যে ভারত নিজেই দায়ী হবে।”
এর আগেও আসিফ মুনির কাশ্মীরকে গর্ভস্থ শিরা হিসেবে বর্ণনা করেছিল। সেই সময় ভারত এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল। তবে মুনিরের এই ধরনের উক্তিকে আদৌ পাত্তা দিতে রাজি নয় ভারত। এর আগে ভারত জানিয়ে দিয়েছিল পাকিস্তানের কোনো রকম উস্কানিমূলক কাজকর্মকে আর বরদাস্ত করা হবে না। উচিত শিক্ষা দেওয়া হবে।
![]()