বাড়তে চলেছে বার্ধক্য ভাতা 

যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে, সেই হারে কি বাড়ছে বার্ধক্যভাতা ? উঠছে প্রশ্ন 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ০৬/০৮/২০২৫ : জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় ৬০-৭৯ বয়সসীমার মানুষদের জন্য প্রতি মাসে মাথপিছু ২০০ টাকা করে দেওয়া হয়। ৮০ বছরের ঊর্ধ্বে থাকা মানুষদের জন্য দেওয়া হয় ৫০০ টাকা করে। আরও কিছু টাকা যোগ করে প্রবীণদের হাতে প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলা হয়েছে। বেশিরভাগ রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে বার্ধক্য ভাতা কর্মসূচির আওতায় প্রবীণরা গড়ে মাসিক ১ হাজার টাকা করে পাচ্ছেন। ২০২১-২২ সালের আগে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও জনজাতি গোষ্ঠীভুক্তদের জন্য আলাদা করে কোনও তহবিলের সংস্থান ছিল না। পরে, তপশিলি জাতি ও জনজাতি গোষ্ঠীভুক্তদের চিহ্নিত করে আলাদা করে অর্থ সংস্থানের ব্যবস্থা হয়েছে। 

এই কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গের জন্য ২০২৪-২৫ অর্থবর্ষে ৪৬০৫১.৮২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২০-২১ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়েছিল ৩৬৭০৪.৭৭২ লক্ষ টাকা। 


Loading

Leave a Comment