ঘরের ছেলে ঘরে ফেরায় খুশি পরিবার

আজ খবর (বাংলা), [দেশ] লখনৌ , উত্তরপ্রদেশ, ২৫/০৮/২০২৫ : অবশেষে নিজের বাড়িতে ফিরলেন মহাকাশ গবেষক তথা গ্রূপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা।
ঘরে ফিরতেই নিজের শহর লখনৌ শুভাংশুকে উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দিল। বিমানবন্দরে তাঁকে দেখার জন্যে প্রচুর মানুষ অপেক্ষা করছিলেন। রাস্তার দুই পাশ থেকে ভেসে আসছিল শুভাংশুর নামে হর্ষধ্বনি। তাঁদের মধ্যে ছোট ছোট ছেলেমেয়েরাই ছিল বেশি। তাদের চোখে স্বপ্নের নায়ক এখন শুভাংশু শুক্লা। সেই নায়ককে সামনে থেকে দেখতে এযে আপ্লুত কচিকাঁচারা।
শুভাংশুকে বিমান বন্দরেই জড়িয়ে ধরতে উপস্থিত হয়েছিলেন তাঁর পরিবারের প্রত্যেক সদস্যই। হলোও তাই, শুভাংশুকে দেখতে পেয়েই তাঁকে জড়িয়ে ধরলেন তাঁর মা। তাঁরা বাড়িতে ফিরিয়ে আনলেন তাঁর আদরের সন্তানকে। শুভাংশুর প্রিয় মেনু তৈরি করা হয়েছে বাড়িতে। হবে নাই বা কেন, শুভাংশু বাড়িতে ফিরল পাক্কা দেড় বছর পর। ট্রেনিং থেকে শুরু করে মহাকাশ যাত্রা, দেড় বছর ধরে বাবা – মা শুভাংশুর গলা শুনতে পাচ্ছিলেন টেলিফোনের ওপার থেকে। এতদিন পর সচক্ষে দেখতে পাওয়া গেল। তাকে দেখার জন্যে উদগ্রীব ছিল শুভাংশুর পরিবারও।
শুভাংশুর পরিবার জানিয়েছে, “এই দেড় বছর তাঁরা উৎকণ্ঠার সাথে দিন কাটিয়েছেন। তাঁরা প্রত্যেকেই গর্বিত তাঁদের পরিবারের এই সদস্যটির জন্যে। এখন তাঁরা প্রত্যেকেই খুব খুশি শুভাংশু বাড়িতে ফিরে আসায়। তাঁর সাথে সামনাসামনি কথা বলতে পেরে। এই দিনটার জন্যে তাঁরা অনেক দিন ধরে প্রতীক্ষা করছিলেন।”
![]()