বাড়ি ফেরার পথে পার্থ জানালেন তিনি নির্দোষ 

দলকে সবকিছুই জানাবো : পার্থ  

আজ খবর (বাংলা) [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১২/১১/২০২৫ : ভোটের আগেই পুরোনো দলে ফিরতে চাইছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি ?  ইঙ্গিতটা অনেকটা সেদিকেই। 

তিন বছর তিন মাস জেলে থাকার পর আজই  মুক্তি পেয়েছেন পার্থ চ্যাটার্জি। আজই  তিনি ফিরেছেন  তাঁর নাকতলার বাড়িতে।  বেহালায় তাঁর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল প্রায় ৫০ কোটি টাকা। অবৈধ শিক্ষক নিয়োগের অভিযোগে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সময় তৃণমূল তাঁকে দূরে সরিয়ে রেখেছিল তাঁর মন্ত্রিত্ব কেড়ে নিয়েছিল। তিনি ছিলেন তৃণমূল  কংগ্রেসের মহাসচিব। সেই পদটাও  কেড়ে নেওয়া হয়েছিল। তাঁকে নিয়ে তৃণমূল কংগ্রেস আর কোনো আলোচনা করে নি। 

দীর্ঘদিন জেলবন্দি ছিলেন পার্থ চ্যাটার্জি। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তাঁকে জেল হাসপাতালে ভর্তি করাও হয়েছিল। তবে আজ আদালতে তাঁর মুক্তির কথা ঘোষণা করা হতেই  তিনি হাসপাতাল থেকে নিজের বাড়িতে ফিরে আসেন। 

তাঁর বিরুদ্ধে অভিযোগ নিয়ে পার্থ চ্যাটার্জি আজ বলেন, “আমি সম্পূর্ণ নিরপরাধ। আমি অবৈধভাবে কাউকে নিয়োগ করিনি, করতে বলিওনি। আমি আমার বিধায়ক এলাকায় প্রত্যেকটা জায়গায়  জনতার জন্যে একটি করে অভিযোগের বাক্স রেখে দিচ্ছি। আমি ওপেনলি বলছি দেখে নিন একটাও অভিযোগ আমার বিরুদ্ধে জমা পড়ে  কিনা ! আমি এই কাজ করি নি।” 

তাঁর নিজের দল সম্পর্কে তিনি বলেন, “আমি দলকেও আমার বক্তব্য জানাবো। আমি কোনো দোষ  করি নি। পার্টি নিশ্চয়ই আমার সব কথা শুনে আমার ব্যাপরে বিবেচনা করে দেখবে।” বান্ধবী অর্পিতা সম্পর্কে আজ পার্থ চ্যাটার্জি বলেন, “অর্পিতা আমার বান্ধবী মাত্র, স্ত্রী তো নয় ! লোকের দুটো বৌ থাকে আর আমার একটা বান্ধবী থাকলেই দোষ ?”


Loading

Leave a Comment