বিহারে ১৪ তারিখ সকল ১১টার মধ্যেই রাহুল গান্ধী ও লালু প্রাসাদ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে : অমিত শাহ

আজ খবর (বাংলা), [রাজনীতি], বেতিয়া, বিহার, ০৬/১১/২০২৫ : বিহারের বেতিয়ায় একটি নির্বাচনী জনসভায় কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়ে দেশে অবৈধভাবে বসবাসকারী মানুষ ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তোপ দাগলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বেতিয়ার জনসভা থেকে অমিত শাহ এদিন জানিয়ে দেন যে দেশে একজনও অবৈধ অনুপ্রবেশকারীকে বসবাস করতে দেওয়া হবে না। তিনি বলেন, “আপনারা আমাকে বলুন দেশের ভোটার লিস্ট থেকে বাংলাদেশিদের নাম বাদ দেওয়া উচিত কি উচিত নয় ? চার মাস আগে রাহুল বাবা ‘অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা’ শুরু করেছিলেন। সেই সময় তিনি মন্তব্য করেছিলেন আমাদের দেশের ভোটার লিস্টে অনুপ্রবেশকারীদের নাম থাকা উচিত। আমি জানতে চাই বাংলাদেশিরা কি ঠিক করবে আমার দেশের কোনো রাজ্যে কে মুখ্যমন্ত্রী হবেন ? আমি জানি না উনি (রাহুল গান্ধী) কতগুলো সাংবাদিক বৈঠক এখানে করেছেন, কিন্তু বিজেপিকর্মীরা এখানে ভোটার লিস্ট থেকে বাংলাদেশিদের নাম বাদ দেওয়ার কাজ চালিয়ে যাবেন।”
এদিন সাংবাদিকদর প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেন, “আপনারা কি জানতে চাইছেন আগামী ১৪ই নভেম্বর কি হবে ? আমি বলছি সেদিন সকাল ৮টায় গণনা শুরু হবে এবং সকাল ১১টার মধ্যেই রাহুল গান্ধী এবং লালু প্রাসাদ যাদব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এনডিএ তথা মোদীজি ও নীতিশ কুমারের নেতৃত্বে বিহারে নতুন সরকার গঠন করা হবে।” এদিন বিপক্ষ মহাজোটকে নানাভাবে কটাক্ষ করতে ছাড়েন নি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
![]()