বাংলাদেশে স্কুলের ওপর ভেঙে পড়ল যুদ্ধ বিমান

স্কুলের ওপর দিয়ে যুদ্ধ বিমান ওড়ানো কেন ? উঠছে প্রশ্ন।

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] ঢাকা, বাংলাদেশ, ২১/০৭/২০২৫ : ফের এক ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে, যেটি ঘটেছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ঢাকায়।
সোমবার ঢাকার উত্তরায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর একটি যুদ্ধবিমান ভেঙে পড়েছে। বেসরকারি ওই স্কুল ও কলেজ ক্যাম্পাসে তখন ক্লাস চলছিল বলে জানা গিয়েছে। সেই সময়েই বিমানটি হুড়মুড় করে ভেঙে পড়ে ওই স্কুলের ওপর। বিমানটি ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাদ ভেঙে ভিতরে ঢুকে যায়।
বিধ্বস্ত বিমান স্কুল ভবন চত্বরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনার আকস্মিকতা কাটিয়ে সকালেই দৌড়ে যান উদ্ধারকাজ হাত লাগাতে। অনেককেই স্কুল ভবন থেকে অগ্নিদগ্ধ অবস্থায় ছুটে বেরিয়ে আসতে দেখা গিয়েছে। এখনও পর্যন্ত এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে ঘটনার তীব্রতা দেখে মনে করা হচ্ছে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে। অন্তত ৫০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে যে বিমানটি দুর্ঘটনায় পড়েছে সেটি চীনের তৈরি এফ ৭ যুদ্ধ বিমান বলে জানা গিয়েছে। রুটিন মাফিক সেটি প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয়েছিল।


Loading

Leave a Comment