সর্দার বলভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মদিনে শ্রদ্ধা জানানো হল ‘লৌহ মানবকে’

আজ খবর (বাংলা), [দেশ], একতা নগর, গুজরাট, ৩১/১০/২০২৫ : সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মদিনে একতা দিবসের প্যারেড শেষে কংগ্রেসকে এক হাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেন কংগ্রেস ধর্মের ভিত্তিতেই “বন্দে মাতরম” গানটির একটি গুরুত্ত্বপূর্ণ অংশ কেটে বাদ দিয়ে দিয়েছিল। আর এই বাদ দেওয়াকেই কেন্দ্র করে দেশ ভাগের ঘটনার সূত্রপাত গড়ে উঠেছিল। এই বিষয়টিকে তিনি কংগ্রেসের ‘পাপ’ হিসেবে গণ্য করেন।
এদিন প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “কংগ্রেস কেবলমাত্র ব্রিটিশদের থেকে ক্ষমতা এবং কংগ্রেস দলটিকেই উত্তরাধিকার সূত্রে পায় নি, তারা ব্রিটিশদের এজেন্ডাগুলিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল। ব্রিটিশ আমলে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ”বন্দে মাতরম’ ধ্বনি দেশের প্রতিটা কোনায় ধ্বনিত হতে শুরু করেছিল। এটাই ছিল দেশের স্বাধীনতায় অগ্নিযুগের মহামন্ত্র। ‘বন্দে মাতরম’ জাতির ঐক্য এবং সংহতির মন্ত্র হয়ে উঠেছিল। ব্রিটিশরা এই ‘বন্দে মাতরম’ ধ্বনি দাবিয়ে দিতে চেয়েছিল। একে নিষিদ্ধ ঘোষণা করতে চেয়েছিল। কিন্তু তারা সেটা কখনোই পেরে ওঠে নি। কিন্তু ব্রিটিশরা যা পারে নি তা করে দেখিয়েছিল কংগ্রেস। . তারা বন্দে মাতরম গানটি থেকে সুকৌশলে এবং ধর্মের ভিত্তিতে একটি অংশ সরিয়ে দিয়েছিল। আর এটাই ছিল দেশ ভাগের ভিত্তি। এভাবেই ব্রিটিশদের এজেন্ডাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল কংগ্রেস। এটা পাপ নয় ?”
মোদী বলেন, “যেদিন বন্দে মাতরম গান থেকে একটা অংশ বাদ দিয়ে দেওয়া হল শুধুমাত্র ধর্মের ভিত্তিতে, সেদিনই দেশ ভাগের সূত্রপাত হয়ে গেল। সেদিন যদি এই পাপ কংগ্রেস না করতো, তাহলে আজ দেশের চিত্রটা অনেকটাই অন্যরকম হত।” গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, কংগ্রেসের জন্যেই জম্মু ও কাশ্মীরের একটা অংশ পাকিস্তানের হাতে থেকে গিয়েছে। যা এখন পাক অধিকৃত কাশ্মীর নামে চিহ্নিত করা হয়েছে।
![]()