মানুষ শুধু আবহাওয়ার শেষ আপডেট শুনতে চাইছে

আজ খবর (বাংলা), [দেশ], গুয়াহাটি, আসাম, ১৬/০৯/২০২৫ : বন্যা বিধ্বস্ত আসামে ফের অতি বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের এই ঘোষণায় রীতিমত আশঙ্কায় আসামের মানুষ।
আসামে গত কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছিল। ক্রমাগত বৃষ্টি গুয়াহাটি শহরে এবং অন্যান্য গ্রামগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি করে। ফলতঃ আসামের শহর ও গ্রামগুলি জলের তলায় তলিয়ে যায়। গ্রামাঞ্চলগুলিতে পরিবহনের একমাত্র মাধ্যম হিসেবে নৌকা চালানো হচ্ছে। বিভিন্ন উঁচু জায়গাগুলিতে আশ্রয় নিয়েছেন সাধারণ মানুষ। গবাদি পশুদেরকেও সেখানে টেনে নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন অসংখ্য মানুষ। তাঁদেরকে উদ্ধারের কাজ চালানো হচ্ছে। সব মিলিয়ে সাংঘাতিক পরিস্থিতি চলছে সমগ্র আসাম জুড়ে।
এর মধ্যেই ফের ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আসামে। এই ঘোষণাতেই কাঁপতে শুরু করেছেন আসামের মানুষ। জমে থাকা জল একটুকুও নামে নি, এর মধ্যে ফের ভারী বৃষ্টি শুরু হয়ে গেলে দুর্গতির সীমা থাকবে না। বিভিন্ন জায়গায় ত্রাণ বিলি ও উদ্ধারকাজ চালানোর জন্যে এসডিআরএফ বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে তারা কাজ শুরুও করে দিয়েছে। পরিস্থিতি এখন এমন যে মানুষ শুধুমাত্র আবহাওয়ার সর্বশেষ ঘোষণাটুকু শুনতে চাইছেন।
প্রতি বছর বন্যায় ভেসে যায় কাজিরাঙ্গা বনাঞ্চলের বিস্তীর্ন অঞ্চল। অরণ্যের পশুরা উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করে। তারা বনের মধ্যে দিয়ে যাওয়া পাকা উঁচু সড়কে আশ্রয় নিতে যায়। সেই সময় গাড়ির ধাক্কায় তারা আহত হয়, মারাও যায়। প্রতি বছর এই সড়ক দুর্ঘটনায় এবং বন্যায় ভেসে গিয়ে অসংখ্য বন্য প্রাণীর মৃত্যু হয়। এই বছরেও একই পরিস্থিতি। পশুরা অরণ্যের মধ্যেই বিপন্ন হয়ে উঠেছে। গোটা বিষয়টির ওপর নজর রাখছে বন দপ্তর।