এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনাগ্রস্থ লরিতে এক ঘন্টা আটকে থাকলেন চালক

বরাতজোরে বেঁচে গিয়েছেন লরির চালক 

আজ খবর (বাংলা),  [রাজ্য], ধূপগুড়ি, জলপাইগুড়ি, ১২/০৯/২০২৫ :  ফের দুর্ঘটনা হোটেল উত্তরবঙ্গের এশিয়ান হাই ওয়ের ওপর. চালককে প্রায় এক ঘণ্টা আটকে থাকতে হল দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটিতে।

দুটি লরির মুখোমুখি সংঘর্ষ, লরির ভেতর দীর্ঘক্ষণ আটকে থাকলো চালক। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ঝুমুর এলাকায় এশিয়ান হাইওয়ে ৪৮ এ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চলন্ত অবস্থায় একটি লরির টায়ার বিস্ফোরণ হয়।  এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সেই লরিটি উল্টো দিক থেকে আসা আরেকটি লরিকে মুখোমুখি ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে দুটি লরির সামনের অংশ দুমড়ে মুচরে যায়। একটি গাড়ির ভেতর আটকে থাকে চালক। 

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি দমকল বাহিনী এবং ট্রাফিক পুলিশ। লরির ভেতর প্রায় এক ঘন্টা আটকে থাকার পর দমকল বাহিনীর প্রচেষ্টায় চালককে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে এশিয়ান হাইওয়েতে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাগ্রস্থ লরি দুটিকে আটক করেছে পুলিশ।


Loading

Leave a Comment