এশিয়া কাপে ৯৪ রানে জয় দিয়ে শুরু করল আফগানিস্তান 

বেশ নড়বড়ে ব্যাটিং হংকং এর 

আজ খবর (বাংলা), [খেলা], আবু ধাবি, আরব আমিরশাহী, ১০/০৯/২০২৫ :  প্রতিপক্ষ হংকংকে ৯৪ রানে হারিয়ে এবারের এশিয়া কাপ শুরু করল আফগানিস্তানের ক্রিকেট দল। 

এশিয়া কাপে বেশ ভালোই সূচনা হয়েছে আফগানিস্তানের।  এই দলটির অন্তত দুজন হাফ সেঞ্চুরি পেয়েছেন। তাঁরা হলেন সিদ্দিকুল্লা অটল এবং আজমাতুল্লা ওমরজাই।  আফগানিস্তানের টি২০ ক্রিকেট ইতিহাসে এই দুই সেঞ্চুরি খুব দ্রুততার সাথে এসেছে বলে লেখা থাকবে।  সবচেয়ে কম সময়ে আসা দুই সেঞ্চুরি ক্রিকেট প্রেমীদের মন ভরিয়ে দিয়েছে। আফগানিস্তান তাদের প্রথম ম্যাচে ৬ উইকেট খুইয়ে ১৮৮ রান তুলেছিল।

বড় রান তাড়া  করতে গিয়ে হংকং ৪.৩ ওভারে মাত্র ২২ রানেই ৪টি উইকেট হারিয়ে ফেলেছিল। শেষমেশ ২০ ওভারে ৯ উইকেট খুইয়ে হংকং ১০০ রানের গন্ডিও পার করতে পারে নি। মোট ৯৪ রানে খেলা শেষ হয়ে যায় হংকংয়ের। বেশ নড়বড়ে ব্যাটিং দেখতে পাওয়া গিয়েছে হংকং ক্রিকেট দলের।  আফগানিস্তান মোট ৯৪ রানে জিতে যায়।.

আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামছে ভারত। এই মুহূর্তে আরবে খেলা হলেও এশিয়াকাপে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট দল হিসেবে প্রথম ম্যাচে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। 


Loading

Leave a Comment