আমেরিকার শুল্ক নীতিতে ক্ষতির মুখে ভারতীয় ব্যবসায়ীরা, চাকরি যেতে পারে অনেকের 

দুই দেশের কূটনীতির লড়াইয়ের জেরে ক্ষতির মুখে রপ্তানি ব্যবসায়ীরা, একেই বলে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায় 

আজ খবর (বাংলা) [দেশ] চেন্নাই, তামিলনাড়ু, ২৮/০৮/২০২৫ :  ভারতীয় পণ্যের ওপর অত্যাধিক শুল্ক চাপিয়ে দেওয়ার জন্যে তামিলনাড়ুর বস্ত্র ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং কেন্দ্র সরকারের  অবিলম্বে এই ক্ষতিপূরণের ব্যবস্থা করে ত্রাণ পাঠানো উচিত বলে দাবী করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। 

সম্প্রতি আমেরিকা ভারতীয় পণ্যের ওপর ৫০% শুল্ক চাপিয়েছে। এতে করে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে ভারতে উৎপাদন হওয়া  কিছু পণ্য যেগুলি আমেরিকায় রপ্তানি করা হয়। ভারতে  তৈরি পোশাকের বিশাল বাজার রয়েছে আমেরিকায়। প্রতি বছর ১০৮০ কোটি ডলারের ভারতীয় পোশাক বিক্রি হয় আমেরিকায়। এই পোশাকের একটা বড় অংশ তৈরি হয় তামিলনাড়ুতে। এখানকার নিটওয়্যার বেশ জনপ্রিয় আমেরিকার বাজারে। কিন্তু আমেরিকা অস্বাভাবিক হারে শুল্ক চাপানোয়  পোশাক বাণিজ্য ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। 

এই ব্যাপারে বাস্তব পরিস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে সাহায্যের আবেদন জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।  তিনি জানিয়েছেন, “আমেরিকা অস্বাভাবিক  হারে শুল্ক  নিতে থাকায় এখনো পর্যন্ত তামিলনাড়ুর বস্ত্র ব্যবসায়ীরা প্রায় ৩০০০ কোটি টাকার বাণিজ্যিক ক্ষতির মুখে পড়েছে। বেশ কিছু অনুসারী শিল্প মুখ থুবড়ে পড়েছে। অনেকেই চাকরি হারাতে শুরু করেছেন। এই পরিস্থিতি চলতে থাকলে ভয়ানক ক্ষতির মুখে পড়বে  তামিলনাড়ুর অর্থনীতি। সুতরাং অবিলম্বে হস্তক্ষেপ করে কেন্দ্র সরকার ত্রাণ পাঠানোর ব্যবস্থা করুক।” 

বস্ত্র বাণিজ্যের পাশাপাশি ভারত আমেরিকাকে ১০০০ কোটি টাকার গহনা ও অলংকার পাঠায়। সেই শিল্পেও কর্মহীনতার আশঙ্কা করা হচ্ছে।  প্রতি বছর সমুদ্র থেকে যে মৎস্য, চিংড়ি এবং অন্যান্য উপাদান পাওয়া যায় তার সাড়ে ৩২ শতাংশ যায় আমেরিকায়। আশঙ্কার দোলায় দুলছে সেই চাষিরাও। কার্পেট শিল্পেও একই অবস্থা, আমেরিকায় রপ্তানি হয় ১২০ কোটি টাকার কার্পেট।  ভারতীয় জুতো এবং অন্যান্য চামড়ার পণ্যের বড় ক্রেতা আমেরিকা, মার খাচ্ছে সেই বাজারও। এছাড়াও ভারত মার্কিন মুলুকে রপ্তানি করে বাসমতি চাল, মশলা, চা এবং অন্যান্য খাদ্য সামগ্রী।  এই পণ্যগুলি নিয়েও চিন্তিত ব্যবসায়ীরা।  


Loading

Leave a Comment