এই এয়ারলিফট ছিল বেশ চ্যালেঞ্জিং

আজ খবর (বাংলা) [দেশ] উধমপুর, জমিউনো কাশ্মীর, ০৮/০৮/২০২৫ : জম্মু ও কাশ্মীরের বসন্তগড়ের বাস দুর্ঘটনায় গুরুতর আহত সিআরপিএফ জওয়ানদের এয়ার লিফট করে উধমপুর হাসপাতালে নিয়ে যাওয়া হল।
জম্মু ও কাশ্মীরের বসন্তগড়ে প্রবল বর্ষণে অত্যন্ত খারাপ আবহাওয়ার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় সিআরপিএফ এর একটি বাস। ওই বাসে ছিলেন বেশ কয়েকজন সিআরপিএফ জওয়ান । ঘটনাস্থলেই প্রাণ হারান বেশ কয়েকজন জওয়ান। বাকিদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। আজ তাঁদের এয়ার লিফট করে উধমপুর হাসপাতালে নিয়ে যাওয়া হল। তাঁদের চিকিৎসা শুরু হয়েছে।
ভয়ঙ্কর খারাপ আবহাওয়ার মধ্যেই আহত জওয়ানদের এয়ার লিফট করাটা ছিল বেশ চ্যালেঞ্জের। কেননা দৃশ্যমানতা ছিল খুব কম। বৃষ্টি চললেও মাত্র ৩৫ মিনিটের মধ্যে একাধিকবার যাতায়াত করে সিআরপিএফ জওয়ানদের উদ্ধার করে নিয়ে গিয়েছে ইন্ডিয়ান এয়ার ফোর্স। উদ্ধারকাজটিও ছিল বেশ চ্যালেঞ্জের।
![]()