গতকাল শুরু হলেও আজ এখনো পর্যন্ত ধ্বস নেমেই চলেছে

আজ খবর (বাংলা), [দেশ] কাটরা, জম্মু, ২৭/০৮/২০২৫ : জম্মু ও কাশ্মীরের কাটরা থেকে বৈষ্ণদেবী যাওয়ার পথে আধকাবারি গুহা মন্দিরের কাছে গতকাল যে ব্যাপক ধ্বস নেমেছিল সেই দুর্ঘটনায় এখনো পর্যন্ত মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২০ জন।
কাটরা শহর থেকে বৈষ্ণদেবী যাওয়ার পথে আধকাবারি গুহা মন্দিরে পুজো দিয়ে তবেই ওপরের দিকে এগিয়ে যান পুণ্যার্থীরা। তারপর পাহাড়ের চূড়ায় মাতা বৈষ্ণদেবীর পূজা করেন। কাটরা থেকে আধকাবারির দূরত্ব ১২ কিলোমিটার। গতকাল দুপুরে সেখানেই পাহাড়ে হঠাৎ করে ধ্বস নামতে শুরু করে। হুড়মুড় করে নেমে আসে বিশালাকার পাথর, বোল্ডার, কাদামাটি সবকিছু। ধ্বংসস্তূপে চাপা পড়েন অনেক পুণ্যার্থী।
এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৩২ জন বলে জানা গিয়েছে, এছাড়া ২০ জন আহত হয়েছেন। গতকাল শুরু হলেও আজ এই মুহূর্তেও সেখানে ওপর থেকে গড়িয়ে আসছে বোল্ডার আর পাথরের স্তুপ। যে কোনো মুহূর্তে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতেই পারে। এই পরিস্থিতিতে আপাতত বৈষ্ণ দেবী যাত্রা বন্ধ রেখেছে প্রশাসন। ফের নোটিশ না দেওয়া পর্যন্ত ঐ রুট বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। ধ্বস নামা কমলেই ঘটনাস্থল থেকে ধংসস্তূপ সরানোর কাজ শুরু করা হবে।