এই ঘটনা তৃণমূলের শীর্ষস্তরের গণ্ডগোলকেই প্রকাশ করে দেয়

আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ০৪/০৮/২০২৫ : তৃণমূল কংগ্রেসের সাংসদ স্তরে গন্ডগোল প্রকাশ্যে এল।মহুয়া মৈত্রকে দেখেই সাংসদ কল্যাণ ব্যানার্জি বলে দিলেন “দিন খারাপ যাবে।” দলের চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিলেন কল্যাণ।
আজ আচমকাই দলের চিফ হুইপ পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি জানিয়েছেন যে তিনি তাঁর ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। অভিষেকের সাথে তাঁর টেলিফোনে কথাও হয়েছে। অভিষেক তাঁকে আগামী কয়েকদিন কাজ চালিয়ে যেতে পরামর্শ দিয়েছেন। এই বিষয়টি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জির সাথে আগামী ৭ তারিখে বৈঠকে বসবেন।
এরপর তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যায়, কল্যাণ ব্যানার্জির বদলে চিফ হুইপ করা হয়েছে কাকলি ঘোষ দস্তিদারকে। সেই সঙ্গে অসুস্থতার জন্যে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিশ্রাম দেওয়া হয়েছে এবং তাঁর জায়গায় তৃণমূল দলনেতা হিসেবে কাজ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই।
কল্যাণ ব্যানার্জি মহুয়া মৈত্র সম্পর্কে নাম উল্লেখ করে বলেন, “ভালো শাড়ি পড়লেই কেউ সুন্দরী হয়ে যায় না।উনি এমন একজন সাংসদ যিনি নিজেরই সতীর্থকে জেলে পাঠানোর কথা বলেন। আর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয় না।”
![]()