সাদা পোশাকে মহাপ্রভু তাঁর পূর্ব পুরুষের শ্রাদ্ধের কাজ করবেন

আজ খবর (বাংলা), [দেশ], পুরী, ওড়িশা, ২০/১১/২০২৫ : আজ থেকে পুরীর জগন্নাথ মন্দিরে শুরু হয়েছে দেব দীপাবলি। এই উপলক্ষে পুরীর মন্দিরে ভক্তদের ভীড় লক্ষ্য করা যাচ্ছে। তিনদিন ধরে চলবে এই দেব দীপাবলি উৎসব।
জানেন কি এই দেব দীপাবলি উৎসব কি ? কেন পালন করা হয় ? আসুন জেনে নিই , দুর্ধষ্য দানব ত্রিপুরাসুরকে প্রচন্ড যুদ্ধে বধ করেছিলেন স্বয়ং শিব। সেই দানব ত্রিপুরাসুরকে বধ করার বিজয় উল্লাস হিসেবে কার্তিক মাসে বারাণসীর প্রতিটি ঘাটে লক্ষ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলিত হয়। বারাণসীর সব ঘাট সেজে ওঠে প্রদীপমালায়। এবারে অবশ্য কার্তিক মাস শেষ হয়ে গেলেও তিথি অনুযায়ী দেব দীপাবলি পালিত হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে। এই কারনে পুরীতে আজ গোটা মন্দিরকে সাজিয়ে তোলা হচ্ছে সহস্রাধীক প্রদীপের আলোয়।
দেব দীপাবলিতে যোগ দিতে আজ সকালেই দিল্লী থেকে পুরীতে এসেছেন বিজেপি সাংসদ সম্বিৎ পাত্র। এই উৎসবে যোগ দিতে উপস্থিত থাকছেন ওড়িশার বেশ কয়েকজন মন্ত্রী ও বিধায়করা। বিজেপি নেতা সম্বিৎ পাত্র বলেন, “আজ বিশেষ একটি দিন, আজ থেকে তিনদিন ধরে শ্রী জগন্নাথ মন্দিরে পালিত হবে দেব দীপাবলি। এই সময় শ্রী জগন্নাথ দেব, শ্রী বলরাম ও বোন সুভদ্রা সাদা পোশাক পড়ে থাকবেন এবং সাধারণ মানুষের মত রীতি অনুসারে তাঁদের পূর্ব পুরুষদের শ্রাদ্ধ শান্তির কাজ করবেন। এটাই এখানকার সংস্কৃতি।” আজ মহাপ্রভুর দুর্লভ দর্শন পেয়েছেন উপস্থিত ভক্তেরা।
![]()