আজ তারাপীঠে পদ্মের মেলা 

পূরাণ  থেকে বাস্তবে এসে পড়েছে ১০৮ পদ্ম

আজ খবর (বাংলা), [রাজ্য], তারাপীঠ, বীরভূম, ৩০/০৯/২০২৫ :   তারাপীঠে বসেছে পদ্মফুলের মেলা। অসংখ্য পদ্মফুল দেদার বিকোচ্ছেতারাপীঠের এখানে সেখানে। 

হিন্দু পুরাণ শাস্ত্র অনুসারে, লংকায় গিয়ে রাবণ বধের পূর্বে শ্রীরামচন্দ্র  দেবী দুর্গার আশীর্বাদ চেয়েছিলেন, যার ফলে সেইসময়  তিনি শরৎকালে দেবীর বোধন ও পূজা করেন। এই ঘটনাটিই শারদীয় দুর্গাপূজার একটি মূল ভিত্তি। তার পর থেকে শরৎকালে দেবী দুর্গার পূজোর প্রচলন হয়ে আসছে।  আর একেই শারদীয়া বলা হয়। 

শরৎকালে মহাষ্টমীর তিথিতে দেবী দুর্গার অকালবোধনের সময় দেবী দুর্গাকে রামচন্দ্র ১০৮টি পদ্মফুল নিবেদন করেন। কিন্তু দেবী দুর্গা রামচন্দ্রের পরীক্ষা নেওয়ার জন্য ছলনা বশে  সেখান থেকে একটি পদ্মফুল সরিয়ে নেন। কিন্তু সেই একটি পদ্মফুল রামচন্দ্র আর কোথাও খুঁজে  পাননি। তাই দেবী দুর্গাকে ১০৮টি পদ্মফুল দেওয়ার জন্য রামচন্দ্র তার নিজের একটি চোখ নিবেদন করতে যায়। আর ঠিক সেই সময়ই দেবী দূর্গা নিজে প্রকট হয়ে রামচন্দ্রকে নীল পদ্মটি ফিরিয়ে দেন। তখন থেকেই চলে আসছে দেবী দুর্গার মহাষ্টমীর এই বিশেষ পুজো।

সেইমতো বীরভূমের তারাপীঠ মন্দিরেও প্রচলন আছে মহাষ্টমীর এই বিশেষ পুজো। যেহেতু তারাপীঠে বিশেষ কোন মূর্তি পূজার প্রচলন নেই,তাই মা তারাকেই দেবীর দুর্গা রূপে সাজিয়ে ১০৮টি পদ্মফুল দিয়ে মহাষ্টমীর এই বিশেষ পূজা করা হয়ে থাকে। আর যার জন্য তারাপীঠে বসেছে পদ্ম ফুলের মেলা।


‘আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in)  ফলোয়ার বাটনে চাপ দিন।  খবর ভালো লাগলে শেয়ার করে দিন।  


Loading

Leave a Comment