একই ম্যাচে তিন তিনবার মুখোমুখি ভারত-পাক

আজ খবর (বাংলা), [খেলা], দুবাই, আরব আমিরশাহী, ২৮/০৯/২০২৫ : একই টুর্নামেন্টে ভারত তিন বার প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে পেলো। পাকিস্তানের সাথে ক্রিকেট খেলা নিয়ে ভারতে বহু মানুষ দ্বিধাবিভক্ত ছিলেন। তবু চলতি টুর্নামেন্টে পাকিস্তানের সাথে খেলা হয়েছে দু’বার, ঐ দুই ম্যাচেই পরাজিত হয়েছে পাকিস্তান। আজ তৃতীয়বারের মত ফাইনাল ম্যাচে পাক দল মুখোমুখি হতে চলেছে ভারতের।
গত দুই ম্যাচে হেরে আজকের ম্যাচে মধুর বদলা নিয়ে এশিয়া কাপ তুলে নিতে চায় পাকিস্তান। নিজেদের সর্বশক্তি উজাড় করে দিয়ে কাপ জিততে চায় তারা। চলতি টুর্নামেন্টে ভারতের কাছে দু’বার হারের মধুর বদলা নিতে চায় তারা। কিন্তু তারা এটাও জানে যে ভারতের সর্ব শক্তির কাছে তাদের সর্বশক্তি কিছুই নয়। আর এটাও ঠিক যে ফাইনালে দুই দলই নিজেদের সর্ব শক্তি প্রয়োগ করতে ছাড়বে না। গোটা ক্রিকেট বিশ্বের নজর থাকবে আজকের ম্যাচে। ভারত ও পাকিস্তানের মত চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ আজ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ খেলতে নামবে।
দুবাইয়ের স্টেডিয়াম আজ কানায় কানায় পূর্ণ থাকবে। টিকিটের চাহিদা ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে। ভারতের ব্যাটিং লাইন আপ যথেষ্ট ব্যালান্সড রয়েছে। তবে ফিল্ডিং নিয়ে বেশ চিন্তায় আছে ভারতীয় শিবির। একের পর এক ক্যাচ মিস করে চলেছে টিম ইন্ডিয়া। বোলিং নিয়েও কিছুটা চিন্তা আছে. ভারতের বোলিংয়ে ধার কিছুটা কমেছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। তবে আগের দুটো ম্যাচে পাকিস্তানকে হেলায় হারিয়ে ভারতের মনোবল তুঙ্গে রয়েছে। সেদিক থেকে ভারতের সাথে লড়াই করতে হলে পাকিস্তানকে অনেকটা ঘাম ঝরাতে হবে।
‘আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in) ফলোয়ার বাটনে চাপ দিন। খবর ভালো লাগলে শেয়ার করে দিন।
![]()