এভারেস্টের দেশে এখন শুধুই শূন্যতা আর আতঙ্ক বিরাজ করছে

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], কাঠমান্ডু, নেপাল, ১০/০৯/২০২৫ : কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আধপোড়া নেপালের আকাশ, রাস্তাঘাটে এখন শুধুমাত্র সেনাবাহিনীর ভারী বুটের আওয়াজ। থমথমে পরিবেশ। কিছু সরকারি ভবনে এখনো আন্দোলনের আগুন জ্বলছে ধিকিধিকি করে। এই হল নেপালের আজকের ছবি।
গত দুদিন যেন কেউ রোলার চালিয়ে দিয়েছে বুদ্ধদেবের দেশ নেপালে। আজ সেখানকার সেনাবাহিনী পুরোদস্তুর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে নেপালের পরিস্থিতি। । বড় ছোট সব শহরেই টহল দিচ্ছে সেনাবাহিনী। তাঁরাই মাইকিং করে সকলকে শান্ত থাকতে নির্দেশ দিচ্ছেন। অভিভাবকহীন নেপাল যেন সত্যিই আজ বড়ই বিপন্ন। এই মুহূর্তে নেপালের সর্বত্র কার্ফু চলছে। সবাইকেই শান্ত থাকার পরামর্শ দিয়েছে নেপালি সেনাবাহিনী।
দুদিন ধরে যাঁরা ব্যাপক আন্দোলন করে নেপাল সরকারকে কার্যত ছারখার করে দিলেন সেই জেনারেশন জেডকে আলোচনায় বসার অনুরোধ করেছেন সেনা কর্তা অশোক রাজ্ সিগডেল। তিনি সব পক্ষকে নিয়ে আলোচনায় বসতে চান, সেই আলোচনা না হওয়া পর্যন্ত কোনরকম অশান্তি যাতে না হয়, সেদিকে কড়া নজরদারি চালাচ্ছে নেপালের সেনাবাহিনী। দ্রুত সমস্যার সমাধান করতে এবং নেপালে শান্তি ফিরিয়ে আনতে চায় নেপালের সেনাবাহিনী।
এই দুইদিনে সরকারি সম্পত্তি বিনষ্ট করা হয়েছে ব্যাপক হারে। আর নতুন করে যাতে সরকারি সম্পত্তি নষ্ট না হয় সেদিকে নজর রেখেছে সেনা। যা কিছু ঘটে গিয়েছে তাকে নেপালের ইতিহাসে গভীর ক্ষত বলে মনে করা হচ্ছে। সেই ক্ষতে নেপাল কিভাবে প্রলেপ লাগে সেটাই এখন দেখার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নেপালের ভাই বোনেদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।
নেপালের রাস্তায় যে সব সারমেয় ও গরু – ষাঁড় ঘুরে বেড়ায় তারা বুঝে নিয়েছে, গুরুতর কিছু একটা ঘটে গিয়েছে। কিন্তু কি ঘটেছে তা নিশ্চয়ই তারা বুঝবে না, তবে এটা অবশ্যই তারা বুঝবে যে দিন কয়েক তাদের খাবার জুটবে না নেপালের রাস্তায়।