আজ বিহারের মুখ্যমন্ত্রী পদে দশমবার শপথ গ্রহণ করে রেকর্ডের পথে নীতিশ কুমার 

খুশির হাওয়া পাটনার গান্ধী ময়দানে

নীতিশ কুমার 

আজ খবর (বাংলা), [রাজনীতি], পাটনা, বিহার, ২০/১১/২০২৫ : আজ বৃহস্পতিবার  বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে এনডিএর সমর্থনে দশমবার শপথ গ্রহণ  চলেছেন জেডিইউ প্রধান নীতিশ কুমার। দশমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়াটাও আমাদের দেশে একটা রেকর্ড। আর আজ এই নতুন রেকর্ডের অধিকারী হতে চলেছেন নীতিশ কুমার। 

আজ মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হবে পাটনার বিখ্যাত গান্ধী ময়দানে। গঙ্গা নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া এই ময়দানেই এর আগে ২০০৫, ২০১০ এবং ২০১৫ সালে শপথ গ্রহণ করেছিলেন নীতিশ কুমার। এই সেই ময়দান, যেখানে জয়প্রকাশ নারায়ণ ১৯৭৪ সালে ‘সামগ্রিক বিপ্লবে’র ডাক দিয়েছিলেন।  নীতিশ কুমার প্রথমবার বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন ২০০০ সালের ৩রা মার্চ, মাত্র ৭ দিনের জন্যে তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন। এরপর ২০০৫ সালে ২৪শে  নভেম্বর তিনি দ্বিতীয়বার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন। 

২০১০ সালের ২৬যে  নভেম্বর নীতিশ কুমার তৃতীয়বারের জন্যে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। এরপর ২০১৫ সালের ২২শে  ফেব্রুয়ারি এবং  ঐ  বছরেই অর্থাৎ ২০১৫ সালেরই ২০ নভেম্বর ফের বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তারপর ২০২০ সালের ১৬ই নভেম্বর এবং  আজ অর্থাৎ ২০২৫ সালের ২০শে  নভেম্বর ফের তিনি বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। মাঝে অল্প সময়ের জন্যেও তিনি বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন। 

আজ ৭৪ বছর বয়সে নীতিশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে ইতিমধ্যেই পাটনায় পৌঁছে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে  নীতিশ কুমারকে শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  এর আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নীতিশ কুমারকে বিহারে  বিজেপির সর্বোচ্য প্রতিনিধি হিসেবে সন্মান দিয়েছে।  ভারত বর্ষে এমন কোনো রাজনৈতিক ব্যক্তিত্বও নেই,  যিনি তাঁর রাজ্যে মুখ্যমন্ত্রীপদে দশবার শপথ গ্রহণ করেছেন। আজ শপথ গং অনুষ্ঠান হয়ে গেলে নীতিশ কুমারের মুকুটে সেই পালকও যুক্ত হয়ে যাবে। 

নিজস্ব সংবাদদাতা 


Loading

Leave a Comment